ক্যামব্রিয়ান ছাত্র সংসদ নির্বাচন ২০২৫-২৬ সম্পন্ন: নেতৃত্বে নতুন মুখ

- আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
সিলেট ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বিশ্বনাথ শাখার ৫ম ছাত্র সংসদ নির্বাচন ২০২৫-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। চারটি কেন্দ্রীয় পদসহ প্রতিটি শ্রেণিতে ক্যাপ্টেন নির্বাচনে মোট ৩০০ শিক্ষার্থী ভোট দেন। নবনির্বাচিত ক্যামব্রিয়ান ছাত্র সংসদ (২০২৫-২৬)
ভিপি: সালমা বেগম (কলম) – ১৮৪ ভোট
জিএস: সুমাইয়া আক্তার (আনারস) – ১৫৬ ভোট
এজিএস: পাপিয়া জান্নাত তৃষা (দেয়াল ঘড়ি) – ১১৭ ভোট
কোষাধ্যক্ষ: নাজির হোসেন তালুকদার (দোয়াত কলম) – ৯৫ ভোট
শ্রেণি ক্যাপ্টেন নির্বাচিতরা- দশম শ্রেণি: সুবর্ণা বেগম (ছাতা) – ২৪ ভোট, নবম শ্রেণি: আহমেদ নাফিজ (টিউবওয়েল) – ১৯ ভোট, অষ্টম শ্রেণি: জুবায়ের আহমেদ (বৈদ্যুতিক পাখা) – ১৯ ভোট, সপ্তম শ্রেণি: তানভীর আহমেদ জয় (টেলিভিশন) – ১৬ ভোট, ষষ্ঠ শ্রেণি: মারিয়া জান্নাত (টিয়া পাখি) – ১৬ ভোট, পঞ্চম শ্রেণি: মাহমুদা আক্তার তানিশা (বাঘ) – ১৪ ভোট, চতুর্থ শ্রেণি: উমর আল জিহাদ (কাঁঠাল) – ১৪ ভোট, তৃতীয় শ্রেণি: পূজা দাশ (ঘুড়ি) – ১৩ ভোট, দ্বিতীয় শ্রেণি: আঞ্জুমান নাফিজা মুক্তা (লাঠিম) – ১৪ ভোট।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র শিক্ষক শাহীন আলম বিজয়। তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক বুশরা বেগম, সহকারী শিক্ষক সাব্বির আহমেদ খালেদ ও ফাইজা খানম রিপা। প্রিজাইডিং অফিসার: সহকারী শিক্ষক বাপ্পি মালাকার ও রূপালি তালুকদার, পোলিং অফিসার: চলমান ছাত্র সংসদের ভিপি ফাহাদ আহমদ ও জিএস নাদিয়া আক্তার তান্নী, সহযোগী: এইচএসসি পরীক্ষার্থী জাবেদ আহমদ, আবু বক্কর, আম্বিয়া বেগম ও আফজাল হোসেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান ছাত্র সংসদের প্রেসিডেন্ট ও কলেজ অধ্যক্ষ দুলাল আহমদ। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু।
উপস্থিত ছিলেন— ভাইস-প্রিন্সিপাল: রফিক আহমদ, ডিরেক্টর ও আইটি ইনচার্জ: মুহাম্মদ সুমন, শিক্ষকবৃন্দ: সাইফুল ইসলাম, সাবিনা বেগম, রুমান আহমেদ, আব্দুল মুবিন আলেক, তামান্না বেগম, সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার, নাইমা বেগম, ইশরাত সুমিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিভাবকবৃন্দ।
এই নির্বাচনের মাধ্যমে ক্যামব্রিয়ান ছাত্র সংসদে নতুন নেতৃত্ব আসলো, যারা ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।