খাগড়াছড়িতে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জেলা প্রশাসকের

- আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। গতকাল সোমবার মহালছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। পরিদর্শন কার্যক্রমের শুরুতেই মাইসছড়ি ইউনিয়ন পরিষদ ও মাইসছড়ি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। এরপর মৌজা হেডম্যান কার্যালয়, বদানালা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে আয়বর্ধক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এরপর মহালছড়ি থানা পরিদর্শন করা হয়। থানা পরিদর্শন শেষে মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ‘প্রশিকা’ এনজিও কার্যালয় পরিদর্শন করা হয়। পরবর্তীতে মহালছড়ি সরকারি স্কুল পরিদর্শন এবং বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশে অংশগ্রহণসহ শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এরপর ৯৮ তম স্কাউট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়। সর্বশেষ মহালছড়ি স্টেডিয়ামে ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়।