গর্জনিয়ায় আন্ত:ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উদ্বোধন
- আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গর্জনিয়া ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার আয়োজনে আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলার দায়িত্বশীল মো. হাশেম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়ার সুপরিচিত ক্রীড়াবিদ ও গর্জনিয়া ক্রীড়া সংস্থার সেক্রেটারি জয়নাল আবেদিন জনি ভাই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও গর্জনিয়ার কৃতি সন্তান মো. নোমান হাকিমি ভাই।
উত্তেজনাপূর্ণ খেলায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় উপশাখা দল, ছাত্রশিবির বড়বিল ১নং ওয়ার্ড দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর আলম।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা বলেন, এ ধরনের খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও নৈতিকভাবে দৃঢ় হতে সাহায্য করে।
















