গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা পৌর বিএনপির দীর্ঘ ৮ বছর পর উৎসব মুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার পৌর পার্কে পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা পৌর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনকালে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
কাউন্সিলের উদ্বোধনীতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
পরে বিকেল পৌনে ৩ টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
পৌর শহরের ৯ টি ওয়ার্ডে বিএনপির ৪৬৯ জন জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে প্রার্থীকে নির্বাচিত করবেন। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। ভোট গ্রহন চলবে বিকেল ৫ টা পর্যন্ত। কাউন্সিলে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।
















