গাইবান্ধায় আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ০৬:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ অভিযান-২০২৪ আওতায় গাছের চারা রোপন করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন কর্মসূচীতে উপজেলা অফিসগুলোতে ৮৫টি চারা রোপন করা হয়।
বুধবার সকালে জেলা কার্যালয় ও বাহিনীর প্রশিক্ষন কেন্দ্রে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.আরিফুর রহমান।
বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম, সার্কেল এ্যাডজুটেন্ট মো. রোস্তম আলী,সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. শাহীন মিয়া,উপজেলা প্রশিক্ষক মো. সেলিম পারভেজ প্রমূখ।
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষ রোপনে সহায়ক ভূমিকা রেখে আসছে। প্রতি গ্রামে বাহিনীর সদস্যরা বাড়ির চারিদিকে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ-খাইয়ে নিতে বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম। আমরা বাহিনীর সকল সদস্যদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করে আসছি।