গাইবান্ধায় দু:স্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ৪৯৪) উদ্যোগে দুস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ (কম্বল) বিতরণ করা হয়েছে। গত ২০ জানুয়ারি সোমবার বিকেলে “দুনিয়ার মজদুর এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মুশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পলাশবাড়ী পৌর শাখার সভাপতি আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী কভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নে সভাপতি শামছুল আলম প্রমূখ। শেষে দুস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।