গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুগ্রুপের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠান ঘিরে দলীয় দুই গ্রুপের পরস্পর বিরোধী কর্মসূচী প্রদানের ঘোষনা করায় মারাত্মক ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত ১৪৪ ধারার আদেশ গত ২ সেপ্টেম্বর জারি করা হয়।
সুন্দরগঞ্জ পৌর এলাকাসহ আশপাশের জনগুরুত্বপূর্ণ স্থান ১৪৪ ধারার আদলে সবধরনের সভা সমাবেশ বুধবার ভোর ৬ টা হতে রাত্রি বারোটা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।
১৪৪ ধারার আদেশে আগ্নেয়াস্ত্র,ধারালো অস্ত্র, দেশিয় লাঠি বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দেয়া হয়। উক্ত সময়ে ১৪৪ ধারা জারির আওতাধীন এলাকায় সব রকম সভা সমাবেশ, কর্মসূচীসহ একত্রে পাঁচ জনের অধিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিএনপির দু-গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতি যাতে অবনতির পর্যায়ে না যায় সেদিকে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন সংক্রান্ত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিয়ে উপজেলার একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক ভাবে কেউ কথা বলতে আগ্রহ দেখায়নি।
বিএনপির দু-গ্রুপের উত্তেজনায় জারিকৃত ১৪৪ ধারার বিষয়ে কথা বলা হলে দুপুর দুটার দিকে দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিককে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির এই দু-গ্রুপের কোন অপ্রীতিকর ঘটনা আশংকা না থাকলে ১৪৪ ধারার আদেশের সময় বর্ধিত হবে না।