ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দগ্ধ ৩০ জন বার্ন ইনস্টিটিউটে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

থামছে না গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা! বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলেও এনিয়ে মাথা নেই সংশ্লিষ্টদের। ফলে গ্যাস সিলিন্ডার ঘটনা এখন নিয়মে দাঁড়িয়েছে।

রমজানের দ্বিতীয় দিন বুধবার (১৩ মার্চ) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩০ জন দগ্ধ হবার সেই ঘটনাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কালিয়াকৈর।

এদিন সন্ধ্যা পৌনে ৬টা। সবাই ইফতার তৈরিতে ব্যস্ত। এমন সময় এলাকার শফিক খানের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিভিন্ন বয়সের প্রায় ৩৫জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এলাকাবাসী জানায়, শফিক খান বাসায় ব্যবহারের জন্য একটি গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন এবং এটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে সিলিন্ডারটি বাইরে রাস্তায় ফেলে দেয়া হয়।

সেখানে মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা বিস্ফোরণ ঘটে। তাতে সেখানে থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩০ জন দগ্ধ হয়। তাদের হাসপাতালে আনা হয়েছে।

দগ্ধদের মধ্যে মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম মাহবুব, মশিউর, মোতালেবের পরিচয় পাওয়া গেছে।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! দগ্ধ ৩০ জন বার্ন ইনস্টিটিউটে

আপডেট সময় : ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

 

থামছে না গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা! বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলেও এনিয়ে মাথা নেই সংশ্লিষ্টদের। ফলে গ্যাস সিলিন্ডার ঘটনা এখন নিয়মে দাঁড়িয়েছে।

রমজানের দ্বিতীয় দিন বুধবার (১৩ মার্চ) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩০ জন দগ্ধ হবার সেই ঘটনাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কালিয়াকৈর।

এদিন সন্ধ্যা পৌনে ৬টা। সবাই ইফতার তৈরিতে ব্যস্ত। এমন সময় এলাকার শফিক খানের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিভিন্ন বয়সের প্রায় ৩৫জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এলাকাবাসী জানায়, শফিক খান বাসায় ব্যবহারের জন্য একটি গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন এবং এটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে সিলিন্ডারটি বাইরে রাস্তায় ফেলে দেয়া হয়।

সেখানে মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা বিস্ফোরণ ঘটে। তাতে সেখানে থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩০ জন দগ্ধ হয়। তাদের হাসপাতালে আনা হয়েছে।

দগ্ধদের মধ্যে মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম মাহবুব, মশিউর, মোতালেবের পরিচয় পাওয়া গেছে।