গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১ টায় নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান মিজান, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন আহবায়ক আবু নাছির,যুগ্ন আহবায়ক শাহ্ জালাল মোল্লা,নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্য বোরহান আনিচ, মিজান বাবু, শফিকুল খান জনি, গোলাম মোস্তফা, হিমন,প্রসেনজিৎ বিশ্বাস শিবু, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন, নগরকান্দা প্রেসক্লাবের সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, প্রমুখ।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।