গোবিন্দগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ৩১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
এতে ডা. জাহাঙ্গীর আলম ডাবলুকে প্রধান সমন্বয়কারী এবং শ্রী নিতাই চন্দ্র বর্মনকে প্রথম যুগ্ম সমন্বয়কারী করে ৩১ সদস্যের এই কমিটি প্রদান করেছে দলটি।
গত ৪ জুলাই (শুক্রবার) দলটির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ১ জন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ২৫ জন সদস্য রয়েছেন।
কমিটির অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন জাহাঙ্গীর আলম খন্দকার, আবু তাহের, রাহিদুল ইসলাম রাহিদ ও খায়রুল বাসার। সদস্যরা হলেন রশিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. শাহিন আলম, শরিফ শুভ, মো. সোহাগ হোসেন, মো. লিটন খন্দকার, হাবিবা সুলতানা, মো. ইলিয়াস হোসেন, হাসান সরকার, ডা. সেলিম পারভেজ বিপ্লব, এটিএম রবিউল আনাম, মো. শফি, মোছা. জেসমিন আক্তার, আবুল কালাম আজাদ, মো. সাইফুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. এহসানুল হক, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, শাহিন, মো. তাজমিন, মো. সাব্বির, মো. নয়ন, মো. জিহাদ হাসান ও উজ্জ্বল হাসান।
প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে অব্যাহতি নিয়ে এনসিপির রাজনীতিতে যুক্ত হন। প্রথম যুগ্ন সমন্বয়কারী শ্রী নিতাই চন্দ্র বর্মন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। ২০২৩ সালে চাকুরি থেকে অবসর নিয়ে ব্যবসা শুরু করেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ডা. আতিক মুজাহিদ বলেন, সবার সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে এই কমিটি ঘোষণা করে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে আহ্বায়ক কমিটি দেওয়া হবে। আশা করি এই কমিটি গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ধারার রাজনীতির সূচনা করবে।



















