গোলাপগঞ্জ উপজেলা এখন পোস্টার-ব্যানারের নগরী

- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সব আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা জোর প্রচার চালাচ্ছেন। তার ই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলায় ফেস্টুন, ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। জমে উঠেছে গণসংযোগ, পথসভা, মিটিং-মিছিল, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি। দলীয় মনোনয়ন পেতে লক্ষ্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজার-ফুটপাত ও ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পরিচিতি ও আগামী নির্বাচনে ভোট চাইছেন তারা।
২০২৬ সালের ফেব্রুয়ারি প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে সিলেট ৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার আশপাশের গ্রামাঞ্চল পরিণত হয়েছে পোস্টার–ব্যানারের নগরীতে।
উপজেলার রাস্তাঘাট, অলিগলি, বাজার, এমনকি গ্রামের মোড় পর্যন্ত সর্বত্র শোভা পাচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুন। শুধু দেয়াল নয়—সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের পেছনেও ঝুলছে রঙিন পোস্টার।
উপজেলার হোটেল–রেস্টুরেন্ট থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু—বিএনপি থেকে কে পাচ্ছেন মনোনয়ন? স্থানীয়ভাবে ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত গোলাপগঞ্জে যে পরিমাণ পোস্টার–ব্যানার লাগানো হয়েছে, তার বেশীর ভাগ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের। এছাড়া জামায়াত, জমিয়ত, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীদের পোস্টার দেখা গেলে ও এনসিপি বা জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কোন প্রার্থীর পোস্টার এখনো চোখে পড়েনি।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ ম অহিদ আহমদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক, চিত্রনায়ক হেলাল খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ২০১৮ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী, বিএনপির যুক্তরাজ্য শাখার প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান, বিএনপি নেতা মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দ আদিবা হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের মোঃ জাহিদ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, খেলাফত মজলিস এর মাওলানা সাদিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কে শেষ পর্যন্ত দলের মনোনয়ন পাবেন—সে ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তবে প্রার্থীরা নিজ নিজ কর্মী–সমর্থকদের মনোবল চাঙ্গা রাখতে এবং মাঠে সক্রিয় রাখতে “মনোনয়ন পাওয়ার গ্যারান্টি” দিয়ে যাচ্ছেন।
এদিকে সাধারণ ভোটাররা বলছেন, পোস্টার–ব্যানারে পুরো এলাকা ছেয়ে গেলেও বিএনপি থেকে প্রকৃত প্রার্থী কে হবেন তা পরিষ্কার নয়। তবে নির্বাচনের আমেজ তৈরি হওয়ায় গ্রাম থেকে শহর পর্যন্ত রাজনৈতিক আলোচনা এখন চায়ের দোকান থেকে আড্ডার আসর—সবখানেই জমে উঠছে।