গোলাপগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঐতিহ্যবাহি ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণসহ কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
সিলেটের গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি ঢাকাদক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. জিন্নুর রহমান।
আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর এসপিও মোহাম্মদ মহিম উদ্দিন, পূবালী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার ম্যানেজার মো. স্যামুয়েল আহমদ, সাপ্তাহিক সকালের দিগন্ত’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের বিভাগীয় প্রধান (বাংলা) মো.; আব্দুর রহিম, বিভাগীয় প্রধান (পদার্থ) মো. এরশাদ আলী, প্রভাষক মোহাম্মদ জুলহাস মিয়াসহ অত্র কলেজ ও পূবালী ব্যাংক শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ব্যাপক ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
















