ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

গোলাপগঞ্জে সুরমা ডাইক রোড ভেঙে নদীতে,ভুগান্তিতে প্রায় ২শত পরিবার

মোঃ বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার ৪নংওয়ার্ডের শেষ সীমা মৌলভী খালের পৌরসভা অংশে ভাঙ্গন দেখা দেওয়ায় প্রায় ৪০ফুট (সুরমা ডাইক রোড) আরসিসি ঢালাই  সড়ক ও গার্ড ওয়াল  মাটি সহ ধেবে গিয়েছে। ফলে কয়েকটি পরিবার ঝুকিঁতে বসবাস করছেন।  যদি এই অংশ পরোপুরি ভেঙ্গে যায় তবে নদীর পানি প্রবেশ করে পার্শবর্তী এলাকার কয়েকশত পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন ও   দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে।  স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ মাস পুর্বে গার্ড ওয়াল নদীতে বিলিন হয়ে গেল, হঠাৎ করে রাতে ভেঙে নদীতে চলে যায় রাস্তা সহ গার্ড ওয়াল, ফলে বিদ্যুৎ বিহীন পুরো এলাকা, যাতায়াত ও বন্ধ, পাশের বাড়ি যে কোন সময় ভেঙে যেতে পারে। তাই তারা দূত মেরামত করে ২শত টি পরিবারকে রক্ষা করার আহবান জানান।

এদিকে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৈশলী দীপক রঞ্জন দাশ পরিদর্শন করে বলেন, অত্র এলাকার মানুষের ভুগান্তি দূর করতে আমরা অতি দ্রত জিও ব্যাগ দিয়ে মেরামত করে দেব। গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, বিগত ৪ বছর আগে পৌরসভার অর্থায়নে রাস্তাটি পাকা করন হয়েছিল, এখন আর রাস্তার অস্থিত নেই, এখানে বিদ্যুতের খুটি ও ঝুকিপূর্ণ। বিশেষ সুবিধায় বিদ্যুৎ চালু করা হয়েছে। আসা করি খুব শিঘ্যই স্থায়ীভাবে ভাঙনরুধে পরবর্তী ব্যবস্থা নিবেন।

গোলাপগঞ্জ উপজেলা প্রকৈাশলী মাহমুদুল হাসান বলেন, সেখানে যতেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে, আর সি সি ঢালাই ও গার্ড ওয়াল দেওয়া হয়েছে কিন্তু অতিবৃষ্টির ফলে সুরমা ডাইক এর রাস্তা ধেবে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার উদ্যোগে খুব তাড়াতাড়ি ভাঙনরুধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে সুরমা ডাইক রোড ভেঙে নদীতে,ভুগান্তিতে প্রায় ২শত পরিবার

আপডেট সময় :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার ৪নংওয়ার্ডের শেষ সীমা মৌলভী খালের পৌরসভা অংশে ভাঙ্গন দেখা দেওয়ায় প্রায় ৪০ফুট (সুরমা ডাইক রোড) আরসিসি ঢালাই  সড়ক ও গার্ড ওয়াল  মাটি সহ ধেবে গিয়েছে। ফলে কয়েকটি পরিবার ঝুকিঁতে বসবাস করছেন।  যদি এই অংশ পরোপুরি ভেঙ্গে যায় তবে নদীর পানি প্রবেশ করে পার্শবর্তী এলাকার কয়েকশত পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন ও   দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে।  স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ মাস পুর্বে গার্ড ওয়াল নদীতে বিলিন হয়ে গেল, হঠাৎ করে রাতে ভেঙে নদীতে চলে যায় রাস্তা সহ গার্ড ওয়াল, ফলে বিদ্যুৎ বিহীন পুরো এলাকা, যাতায়াত ও বন্ধ, পাশের বাড়ি যে কোন সময় ভেঙে যেতে পারে। তাই তারা দূত মেরামত করে ২শত টি পরিবারকে রক্ষা করার আহবান জানান।

এদিকে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৈশলী দীপক রঞ্জন দাশ পরিদর্শন করে বলেন, অত্র এলাকার মানুষের ভুগান্তি দূর করতে আমরা অতি দ্রত জিও ব্যাগ দিয়ে মেরামত করে দেব। গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, বিগত ৪ বছর আগে পৌরসভার অর্থায়নে রাস্তাটি পাকা করন হয়েছিল, এখন আর রাস্তার অস্থিত নেই, এখানে বিদ্যুতের খুটি ও ঝুকিপূর্ণ। বিশেষ সুবিধায় বিদ্যুৎ চালু করা হয়েছে। আসা করি খুব শিঘ্যই স্থায়ীভাবে ভাঙনরুধে পরবর্তী ব্যবস্থা নিবেন।

গোলাপগঞ্জ উপজেলা প্রকৈাশলী মাহমুদুল হাসান বলেন, সেখানে যতেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে, আর সি সি ঢালাই ও গার্ড ওয়াল দেওয়া হয়েছে কিন্তু অতিবৃষ্টির ফলে সুরমা ডাইক এর রাস্তা ধেবে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার উদ্যোগে খুব তাড়াতাড়ি ভাঙনরুধে ব্যবস্থা নেওয়া হবে।