ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

গোলাপগঞ্জে ৪টি চোরাই সিএনজিসহ চোর চক্রের মুলহোতা আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে  ৪টি রেজিঃবিহীন সিএনজি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সিলেটের দক্ষিন সুরমা উপজেলার সেনগ্রাম গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ফয়জুর রহমান ওরফে ফয়ছল (৪০)। তার বিরুদ্ধে উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সার (১টির)  মালিক গোলাপগঞ্জ ঢাকাদক্ষিন ইউনিয়নের বারকোট গ্রামের দৌলা মিয়ার ছেলে আব্দুস সামাদ (৪১) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮ তারিখ ১৮-০৪-২০২৫ইং।

থানার উপ পরিদর্শক (এসআই) আনন্দ চন্দ্র জানান, ফয়জুর পেশাগত চুর। গত ২৭ জানুয়ারী দিবাগত রাতের কোন একসময়  বাদী আব্দুস সামাদের বাড়ী থেকে  একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর চুর ধরতে থানার  অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার বিশেষ নির্দেশনায় সোর্স নিয়েগ করে পুলিশ। এছাড়া  তথ্য প্রযুক্তির সাহায্যে নজরদারী চালু রাখা হয়।  গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তীতে বিয়ানীবাজার এলাকা থেকে দুটি রেজিঃবিহীন সিএনজি অটোরিক্সাসহ ফয়জুরকে আটক করা হয় । পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তীতে  আরো দুটি সহ মোট ৪টি রেজিঃবিহীন উদ্ধার করা হয়। এরমধ্যে আব্দুস সামাদের একটি সিএনজি রয়েছে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জবামান মোল্লা জানান, আটক ফয়জুরকে আব্দুস সামাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং উদ্ধারকৃত বাকি তিনটি অটোরিক্সার মালিকানা যাচাই করা হচ্ছে। সিএনজি অটোরিক্সা চুর চক্র ধরতে এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ৪টি চোরাই সিএনজিসহ চোর চক্রের মুলহোতা আটক

আপডেট সময় :

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে  ৪টি রেজিঃবিহীন সিএনজি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সিলেটের দক্ষিন সুরমা উপজেলার সেনগ্রাম গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ফয়জুর রহমান ওরফে ফয়ছল (৪০)। তার বিরুদ্ধে উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সার (১টির)  মালিক গোলাপগঞ্জ ঢাকাদক্ষিন ইউনিয়নের বারকোট গ্রামের দৌলা মিয়ার ছেলে আব্দুস সামাদ (৪১) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮ তারিখ ১৮-০৪-২০২৫ইং।

থানার উপ পরিদর্শক (এসআই) আনন্দ চন্দ্র জানান, ফয়জুর পেশাগত চুর। গত ২৭ জানুয়ারী দিবাগত রাতের কোন একসময়  বাদী আব্দুস সামাদের বাড়ী থেকে  একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর চুর ধরতে থানার  অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার বিশেষ নির্দেশনায় সোর্স নিয়েগ করে পুলিশ। এছাড়া  তথ্য প্রযুক্তির সাহায্যে নজরদারী চালু রাখা হয়।  গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তীতে বিয়ানীবাজার এলাকা থেকে দুটি রেজিঃবিহীন সিএনজি অটোরিক্সাসহ ফয়জুরকে আটক করা হয় । পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তীতে  আরো দুটি সহ মোট ৪টি রেজিঃবিহীন উদ্ধার করা হয়। এরমধ্যে আব্দুস সামাদের একটি সিএনজি রয়েছে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জবামান মোল্লা জানান, আটক ফয়জুরকে আব্দুস সামাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং উদ্ধারকৃত বাকি তিনটি অটোরিক্সার মালিকানা যাচাই করা হচ্ছে। সিএনজি অটোরিক্সা চুর চক্র ধরতে এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।