গোলাপগঞ্জের ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৬অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এই কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী এড. এমরান আহমদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, “বিএনপি সবসময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপু আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছিত ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক শাহজান আহমদ প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নতুন কার্যালয় উদ্বোধনকে প্রাণবন্ত করে তোলেন।





















