গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী দীপু মনি
- আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। মূলত ছাত্র-জনতার এক দফা আন্দোলন যখন তুঙ্গে তখন থেকেই হাসিনা সরকারের মন্ত্রী-এমপি এবং ঘনিষ্ট জনেরা গোপনে দেশত্যাগ করেন।
অনেকে আবার পালিয়ে যাবার সময় গ্রেপ্তার হন। সাবেক ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ অনেকে গ্রেপ্তার হন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ আগস্ট) ঢাকার বারিধারা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী ডা. দিপু মনি।
বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসা মিন্টু রোডের গোয়েন্দা সদর দপ্তরে।
পুলিশ জানায় সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, বারিধারা ডিওএইচএস থেকে ডিবি গুলশান বিভাগের একটি দল সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করে।
দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরেও মামলা রয়েছে এবং ঢাকাতেও মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।