সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ৫৬৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে একাডেমিক ভবন উদ্বোধন ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২য় এবং ৩য় তলা ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাজেদ মিয়া, সহকারি সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, মো. কামরুল ইসলাম, শহিদুল ইসলাম,আব্দুর রহমান ও সহকারি শিক্ষক মোঃ ছানোয়ার হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।