ঘাটাইলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি চেয়ারম্যান হারুনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রেখে তাদের নৈতিক ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও পাঠদানে আরও অগ্রগতি আনতে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


















