ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ঘোষিত সময়ে নির্বাচন নিশ্চিতকরণে গৌরীপুরে বিএনপির সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের গুরুত্ব আরোপ, কেন্দ্র কমিটি গঠন, ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও দলকে নির্বাচনমুখী করতে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
গত সোমবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বয়রা বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মো. মকবুল হোসেন সরকার। সঞ্চালনা করেন করিম সরকার ও মুনসুরুল আমিন হেলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন ভিন্ন পথে বিএনপি কখনো ক্ষমতায় আসে নাই।ভিন্ন পথে বিএনপি কখনো ক্ষমতায় যাবেও না।যদি যেতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই ২০০৯ সালে ক্ষমতায় থাকতো। দেশনায়ক তারেক রহমান এই বিদেশের মাটিতে পড়ে থাকতেন না।
তিনি আরো বলেন নির্বাচন নিয়ে এই দেশে কোন ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। আমরা সকল অন্যায়-অত্যাচার রুখে দিয়ে , আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবিল করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ধারিত তারিখে নির্বাচন প্রতিষ্ঠা করবো। সেই সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোট নিয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, জায়েদুর রহমান, মো. শাহজাহান সিরাজ, মো. ইদ্রিস আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম সাত্তার মণ্ডল, মান্নান তালুকদার, মজিবুর রহমান মানিক, শেখ মো. আব্দুল হাই, মঞ্জুরুল হক , আবুল হাশিম, নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল মোতালেব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মুজাহিদ ভাংনামারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিতু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,ভাংনামারী ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোষিত সময়ে নির্বাচন নিশ্চিতকরণে গৌরীপুরে বিএনপির সভা

আপডেট সময় :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের গুরুত্ব আরোপ, কেন্দ্র কমিটি গঠন, ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও দলকে নির্বাচনমুখী করতে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
গত সোমবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বয়রা বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মো. মকবুল হোসেন সরকার। সঞ্চালনা করেন করিম সরকার ও মুনসুরুল আমিন হেলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন ভিন্ন পথে বিএনপি কখনো ক্ষমতায় আসে নাই।ভিন্ন পথে বিএনপি কখনো ক্ষমতায় যাবেও না।যদি যেতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই ২০০৯ সালে ক্ষমতায় থাকতো। দেশনায়ক তারেক রহমান এই বিদেশের মাটিতে পড়ে থাকতেন না।
তিনি আরো বলেন নির্বাচন নিয়ে এই দেশে কোন ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। আমরা সকল অন্যায়-অত্যাচার রুখে দিয়ে , আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবিল করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ধারিত তারিখে নির্বাচন প্রতিষ্ঠা করবো। সেই সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোট নিয়েই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, জায়েদুর রহমান, মো. শাহজাহান সিরাজ, মো. ইদ্রিস আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম সাত্তার মণ্ডল, মান্নান তালুকদার, মজিবুর রহমান মানিক, শেখ মো. আব্দুল হাই, মঞ্জুরুল হক , আবুল হাশিম, নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল মোতালেব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মুজাহিদ ভাংনামারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিতু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,ভাংনামারী ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া প্রমুখ।