ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

চুনারুঘাটের বালু উত্তোলনের সময় আটক ১৪ জন

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন এদিন ভোরে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি বলেন, “অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং চুনারুঘাট থানার পুলিশ। অভিযানে অংশ নেওয়া সাব-ইন্সপেক্টর (এসআই) মৃদুল জানান, “উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আটককৃতরা হলেন উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১),পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩),মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাই; পুত্র আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলী; পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২),দেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩), কাঠালবাড়ি বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুনারুঘাটের বালু উত্তোলনের সময় আটক ১৪ জন

আপডেট সময় :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন এদিন ভোরে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি বলেন, “অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং চুনারুঘাট থানার পুলিশ। অভিযানে অংশ নেওয়া সাব-ইন্সপেক্টর (এসআই) মৃদুল জানান, “উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আটককৃতরা হলেন উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১),পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩),মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাই; পুত্র আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলী; পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২),দেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩), কাঠালবাড়ি বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।