ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জকসু নির্বাচনসহ ২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু Logo বছরের সাত মাস পানি বন্ধী বিদ্যালয় তিন যুগ ধরে নৌকায় যাতায়াত শিক্ষক-শিক্ষার্থীর Logo ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি, দুর্ভোগে পথচারীরা Logo ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট Logo রক্তস্নাত মাগুরার ৪ আগস্ট: যেদিন কলমে রক্ত জমেছিল, চোখে জমেছিল মৃত্যুর আলপনা Logo জয়পুরহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে প্রতিবন্ধী মেলা Logo প্রতিবছর নদী ভাঙ্গনে কমছে জমি, গৃহহীন হচ্ছেন হাজারো পরিবার Logo নাটোরে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয় Logo গোলাপগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জয়পুরহাটে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’

এম. এ. জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যটনকেন্দ্র বলতে সাধারণত সেই স্থানগুলিকে বোঝায় যেখানে মানুষ আনন্দ, বিনোদন বা অভিজ্ঞতার জন্য ভ্রমণ করে। এই স্থানগুলি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক আকর্ষণ, বা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য বিখ্যাত হতে পারে।
একটি পর্যটনকেন্দ্র সাধারণত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ধারণ করে:
দর্শনীয় স্থান: প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা, স্থাপত্য, বা অন্যান্য আকর্ষণীয় স্থান যা দর্শকদের আকৃষ্ট করে।
অবকাঠামো: থাকার ব্যবস্থা (হোটেল, রিসোর্ট, গেস্টহাউস), পরিবহন ব্যবস্থা, রেস্তোরাঁ, এবং অন্যান্য সুবিধা যা পর্যটকদের জন্য প্রয়োজনীয়।
কার্যকলাপ: পর্যটকদের জন্য উপলব্ধ বিনোদনমূলক কার্যকলাপ, যেমন – ট্রেকিং, স্পিডবোট রাইড, সাফারি, ইত্যাদি।
পর্যটন তথ্য কেন্দ্র: পর্যটকদের জন্য তথ্য সরবরাহ করার জন্য একটি কেন্দ্র, যেখানে তারা আকর্ষণ, থাকার ব্যবস্থা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে পারে।
উত্তরাঞ্চলের সীমান্তের কোলগেষা ছোট্ট জেলা শহর জয়পুরহাটে আলোর পথে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ। জেলার ক্ষেতলাল উপজেলায় চারিদিকে দিগন্তজোড়া চোখ জুড়ানো সবুজ ফসলের মাঠ, এরি মাঝে তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাটে গড়ে উঠা সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রের নাম ‌‘নিঃশব্দ’। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা,তখন তুলশীগঙ্গা নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমারোহের আলো ছায়ায় ঘেরা নিরিবিলি এই স্থানটিতে প্রথম দিকে অত্র এলাকার আশপাশের বিশেষ করে শ্রমজীবি মানুষেরা মাঠে কাজের ফঁকে ফাঁকে ক্লান্ত শরীর একটু জিরিয়ে নিতে এখানটার ছায়ায় বিশ্রাম নিতেন। আবার মাঝে মধ্যে দূরদূরান্তের পথচারীরা এই পথে যখন যেতেন জায়গাটির মনোরম পরিবেশ দেখে মনের অজান্তেই একটু দাঁড়িয়ে ভালো করে দেখতেন। প্রকৃতির সৌন্দর্যের টানে হঠাৎ করেই তারা আবার এ পথ ধরেই আসতেন।
এর পর সময়ের পরিক্রমায় এক সময় কলেজ পড়ুয়া দূরন্ত বয়সের ছেলেমেয়েদের পদচারনায় কিছুটা সরব হয়ে উঠে এই স্থানটি। ধীরে ধীরে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও বিনোদনপ্রেমী সহ নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষের পদচারনায় সরব হয়ে উঠে বিলের ঘাটসহ আশপাশের এলাকা।শিশু-কিশোর এবং তরুণ প্রজন্মসহ সব বয়স ও শ্রেণী পেশার মানুষের জীবণমান বিকাশে বিনোদনের প্রত্যাশিত চাহীদা পুরনের কথা মাথায় রেখে স্থানীয়ভাবে স্থানটি ভালো মানের উপর্যটন কেন্দ্র হওয়াটা সময়ের দাবি এমন ভাবনা দীর্ঘদিন ধরে উপজেলাবাসী,ভ্রমন বিলাসী ও বিনোদনপ্রেমীদের মাঝে আলোচনা-সমালোচনায় দৃশ্যমান হয়ে উঠে এবং স্থানীয় প্রশাসনের নজরদারী ও জেলা প্রশাসকের “সময়োপযোগী পদক্ষেপ” এর ফলে এই নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’ আজ আধুনিকতার আদলে উপর্যটক বান্ধব আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে চলেছে।
পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ক্ষেতলাল উপজেলার নিয়ামুল, রকি, আমিনুল, কালাই উপজেলার সিফাত,ইব্রাহীম,পাঁচবিবি উপজেলার একরামুল, ছুমাইয়া, আরিফা এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার,আহাদ,আবু জাফর ও তিথী তারা সবাই কয়েকটি বিষয়ের উপর সহমত পোষ করে বলেন, জয়পুরহাটে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’ উদ্বোধন হওয়ায় আমরা অনেক খুশি,প্রতিটি মানুষের সুস্থ্য বিনোদনের প্রয়োজন।আর বিশেষ করে তরুণ প্রজন্মের মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষার পাশাপাশী সুস্থ্য বিনোদনের গরুত্ব অনেক ওবশি বলে আমরা মনে করি।আমরা চাই এখানে ভালো রাস্তা-ঘাট, লাইটিং,রেষ্ট হাউজ,বসার উন্নত পরিবেশ সহ আধুনিক পর্যটন বলতে যা বুঝয় সবি থাকবে তাহলে আমাদের আর বাহীরে যেতে হবে না।
জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান, জয়পুরহাট সদরের হাতিল বুলুপাড়ায় অবস্থিত বিনোদন পার্ক‘‘শিশু উদ্যান’’ সদরের বেল-আমলা তুলশীগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বারশিবালয় ‘‘শিব মন্দির’’ পাঁচবিবি উপজেলায় ঐতিহাসিক‘‘লকমা জমিদার বাড়ী’’কালাই উপজেলায় ঐতিহাসিক‘‘ নান্দাইল দিঘী’’এবং জেলার ক্ষেতলাল উপজেলায় ‘‘আচঁরাঙ্গা দিঘী,ঐতিহাসিক ‘‘হিন্দা কসবা শাহী মসজিদ এবং এর সাথে যোগ হলো জয়পুরহাটের ভিন্ন মাত্রার নতুন পর্যটনকেন্দ্র ‘‘নিঃশব্দ’’।
জয়পুরহাটে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’এর ভবিষ্যৎ সম্ভাবনা ও সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন,তুলশীগঙ্গা নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য অত্যান্ত সম্ভাবনাময়।এটা নিয়ে পুরো প্লানিং করা আছে,রেষ্ট হাউজ সহ রোডের বিষয় লাইটিং এর বিষয়, এবং ভবিষ্যতে এটাকে যেন পর্যটন শিল্পে পর্যটনকেন্দ্র হিসেবে অন্তর্ভক্ত করা যায় সে বিষয়।এছাড়াও পর্যটকদের জন্য নিরাপত্তা,পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন,পর্যটনকেন্দ্র নিয়ে এ জেলার লোকজনের যদি কোন ‘‘Demand’’থাকে বা আপনাদের যদি কোন ‘‘ASSESSMENT’’ তাহলে তা লিখবেন।
পর্যটনকেন্দ্র বলতে সাধারণত সেই স্থানগুলিকে বোঝায় যেখানে মানুষ আনন্দ, বিনোদন বা অভিজ্ঞতার জন্য ভ্রমণ করে। এই স্থানগুলি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক আকর্ষণ, বা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য বিখ্যাত হতে পারে।
উল্লেখ্য,(২১ জুলাই-২০২৫) ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’

আপডেট সময় :

পর্যটনকেন্দ্র বলতে সাধারণত সেই স্থানগুলিকে বোঝায় যেখানে মানুষ আনন্দ, বিনোদন বা অভিজ্ঞতার জন্য ভ্রমণ করে। এই স্থানগুলি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক আকর্ষণ, বা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য বিখ্যাত হতে পারে।
একটি পর্যটনকেন্দ্র সাধারণত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ধারণ করে:
দর্শনীয় স্থান: প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা, স্থাপত্য, বা অন্যান্য আকর্ষণীয় স্থান যা দর্শকদের আকৃষ্ট করে।
অবকাঠামো: থাকার ব্যবস্থা (হোটেল, রিসোর্ট, গেস্টহাউস), পরিবহন ব্যবস্থা, রেস্তোরাঁ, এবং অন্যান্য সুবিধা যা পর্যটকদের জন্য প্রয়োজনীয়।
কার্যকলাপ: পর্যটকদের জন্য উপলব্ধ বিনোদনমূলক কার্যকলাপ, যেমন – ট্রেকিং, স্পিডবোট রাইড, সাফারি, ইত্যাদি।
পর্যটন তথ্য কেন্দ্র: পর্যটকদের জন্য তথ্য সরবরাহ করার জন্য একটি কেন্দ্র, যেখানে তারা আকর্ষণ, থাকার ব্যবস্থা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে পারে।
উত্তরাঞ্চলের সীমান্তের কোলগেষা ছোট্ট জেলা শহর জয়পুরহাটে আলোর পথে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ। জেলার ক্ষেতলাল উপজেলায় চারিদিকে দিগন্তজোড়া চোখ জুড়ানো সবুজ ফসলের মাঠ, এরি মাঝে তুলশীগঙ্গা নদীর পাড়ে বিলের ঘাটে গড়ে উঠা সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রের নাম ‌‘নিঃশব্দ’। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা,তখন তুলশীগঙ্গা নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমারোহের আলো ছায়ায় ঘেরা নিরিবিলি এই স্থানটিতে প্রথম দিকে অত্র এলাকার আশপাশের বিশেষ করে শ্রমজীবি মানুষেরা মাঠে কাজের ফঁকে ফাঁকে ক্লান্ত শরীর একটু জিরিয়ে নিতে এখানটার ছায়ায় বিশ্রাম নিতেন। আবার মাঝে মধ্যে দূরদূরান্তের পথচারীরা এই পথে যখন যেতেন জায়গাটির মনোরম পরিবেশ দেখে মনের অজান্তেই একটু দাঁড়িয়ে ভালো করে দেখতেন। প্রকৃতির সৌন্দর্যের টানে হঠাৎ করেই তারা আবার এ পথ ধরেই আসতেন।
এর পর সময়ের পরিক্রমায় এক সময় কলেজ পড়ুয়া দূরন্ত বয়সের ছেলেমেয়েদের পদচারনায় কিছুটা সরব হয়ে উঠে এই স্থানটি। ধীরে ধীরে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও বিনোদনপ্রেমী সহ নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষের পদচারনায় সরব হয়ে উঠে বিলের ঘাটসহ আশপাশের এলাকা।শিশু-কিশোর এবং তরুণ প্রজন্মসহ সব বয়স ও শ্রেণী পেশার মানুষের জীবণমান বিকাশে বিনোদনের প্রত্যাশিত চাহীদা পুরনের কথা মাথায় রেখে স্থানীয়ভাবে স্থানটি ভালো মানের উপর্যটন কেন্দ্র হওয়াটা সময়ের দাবি এমন ভাবনা দীর্ঘদিন ধরে উপজেলাবাসী,ভ্রমন বিলাসী ও বিনোদনপ্রেমীদের মাঝে আলোচনা-সমালোচনায় দৃশ্যমান হয়ে উঠে এবং স্থানীয় প্রশাসনের নজরদারী ও জেলা প্রশাসকের “সময়োপযোগী পদক্ষেপ” এর ফলে এই নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’ আজ আধুনিকতার আদলে উপর্যটক বান্ধব আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে চলেছে।
পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ক্ষেতলাল উপজেলার নিয়ামুল, রকি, আমিনুল, কালাই উপজেলার সিফাত,ইব্রাহীম,পাঁচবিবি উপজেলার একরামুল, ছুমাইয়া, আরিফা এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার,আহাদ,আবু জাফর ও তিথী তারা সবাই কয়েকটি বিষয়ের উপর সহমত পোষ করে বলেন, জয়পুরহাটে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’ উদ্বোধন হওয়ায় আমরা অনেক খুশি,প্রতিটি মানুষের সুস্থ্য বিনোদনের প্রয়োজন।আর বিশেষ করে তরুণ প্রজন্মের মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষার পাশাপাশী সুস্থ্য বিনোদনের গরুত্ব অনেক ওবশি বলে আমরা মনে করি।আমরা চাই এখানে ভালো রাস্তা-ঘাট, লাইটিং,রেষ্ট হাউজ,বসার উন্নত পরিবেশ সহ আধুনিক পর্যটন বলতে যা বুঝয় সবি থাকবে তাহলে আমাদের আর বাহীরে যেতে হবে না।
জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান, জয়পুরহাট সদরের হাতিল বুলুপাড়ায় অবস্থিত বিনোদন পার্ক‘‘শিশু উদ্যান’’ সদরের বেল-আমলা তুলশীগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বারশিবালয় ‘‘শিব মন্দির’’ পাঁচবিবি উপজেলায় ঐতিহাসিক‘‘লকমা জমিদার বাড়ী’’কালাই উপজেলায় ঐতিহাসিক‘‘ নান্দাইল দিঘী’’এবং জেলার ক্ষেতলাল উপজেলায় ‘‘আচঁরাঙ্গা দিঘী,ঐতিহাসিক ‘‘হিন্দা কসবা শাহী মসজিদ এবং এর সাথে যোগ হলো জয়পুরহাটের ভিন্ন মাত্রার নতুন পর্যটনকেন্দ্র ‘‘নিঃশব্দ’’।
জয়পুরহাটে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’এর ভবিষ্যৎ সম্ভাবনা ও সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন,তুলশীগঙ্গা নদী পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই এলাকাটি পর্যটনের জন্য অত্যান্ত সম্ভাবনাময়।এটা নিয়ে পুরো প্লানিং করা আছে,রেষ্ট হাউজ সহ রোডের বিষয় লাইটিং এর বিষয়, এবং ভবিষ্যতে এটাকে যেন পর্যটন শিল্পে পর্যটনকেন্দ্র হিসেবে অন্তর্ভক্ত করা যায় সে বিষয়।এছাড়াও পর্যটকদের জন্য নিরাপত্তা,পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন,পর্যটনকেন্দ্র নিয়ে এ জেলার লোকজনের যদি কোন ‘‘Demand’’থাকে বা আপনাদের যদি কোন ‘‘ASSESSMENT’’ তাহলে তা লিখবেন।
পর্যটনকেন্দ্র বলতে সাধারণত সেই স্থানগুলিকে বোঝায় যেখানে মানুষ আনন্দ, বিনোদন বা অভিজ্ঞতার জন্য ভ্রমণ করে। এই স্থানগুলি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক আকর্ষণ, বা অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপের জন্য বিখ্যাত হতে পারে।
উল্লেখ্য,(২১ জুলাই-২০২৫) ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন পর্যটনকেন্দ্র ‘নিঃশব্দ’ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।