জয়পুরহাটে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু। জেলার পাঁচবিবি উপজেলার উচাই গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুল খালেক (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
গত শনিবার (১৮ অক্টোবর-২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিয়ামুল হক ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) দুপুরে উপজেলার উচাই গ্রামের খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে নেমে তার বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। বিষয়টা জানতে পেরে আনোয়ার তার বোনের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এ নিয়ে ওইদিন রাত ১১টার দিকে আনোয়ার, তার বন্ধু প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার বাড়ির উঠানে গিয়ে ঝগড়া করতে থাকেন। এ সময় আব্দুল খালেক এত রাতে ঝগড়া করতে তাদের নিষেধ করলে প্রতিবেশী নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা খালেককে ধাক্কা দেন। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের ওপর পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরে তার অবস্থার অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। আর এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




















