ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকাদানে উৎসাহিত করতে বান্দরবানে এডভোকেসি ও পরিকল্পনা সভা

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকাদানের উৎসাহিত করতে ও এইচপিভি টিকাদান কর্মসুচী সুষ্টভাবে পরিচালনার জন্য বান্দরবানে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ পরিচালক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের ডা. থোয়াই অং চিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. শাহেদ কাদের, জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান সহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন চিকিসৎক ও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জরায়ু মুখ ক্যান্সার নারীদের একটি জটিল রোগ। এই রোগে প্রতি বছরই ৪ থেকে ৫ লক্ষ নারী মৃত্যুবরণ করে। এই রোগে আক্রান্ত হলে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত কোন লক্ষণই দেখা যায় না, আর যখন লক্ষণ দেখা যায় তখন মৃত্যু অবধারিত হয়ে যায়, তাই জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করা জরুরী।

এসময় বক্তারা, কিশোরীদের দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করে সরকারীভাবে দেশের বিভিন্নস্থানে বিনামুল্যে প্রদানকৃত এই ভ্যাকসিন গ্রহণ করার আহবান জানান এবং নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবারকে সুস্থ রাখার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকাদানে উৎসাহিত করতে বান্দরবানে এডভোকেসি ও পরিকল্পনা সভা

আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

 

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকাদানের উৎসাহিত করতে ও এইচপিভি টিকাদান কর্মসুচী সুষ্টভাবে পরিচালনার জন্য বান্দরবানে এক এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ পরিচালক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের ডা. থোয়াই অং চিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. শাহেদ কাদের, জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান সহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন চিকিসৎক ও জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জরায়ু মুখ ক্যান্সার নারীদের একটি জটিল রোগ। এই রোগে প্রতি বছরই ৪ থেকে ৫ লক্ষ নারী মৃত্যুবরণ করে। এই রোগে আক্রান্ত হলে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত কোন লক্ষণই দেখা যায় না, আর যখন লক্ষণ দেখা যায় তখন মৃত্যু অবধারিত হয়ে যায়, তাই জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করা জরুরী।

এসময় বক্তারা, কিশোরীদের দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করে সরকারীভাবে দেশের বিভিন্নস্থানে বিনামুল্যে প্রদানকৃত এই ভ্যাকসিন গ্রহণ করার আহবান জানান এবং নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবারকে সুস্থ রাখার আহবান জানান।