ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জলঢাকায় ১৫ কেজি দরে চাল বিতরণের অনিয়ম

আব্দুল মালেক, নীলফামারী
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে

oplus_2

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন পাঠানপাড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির নানান অনিয়মের অভিযোগ উঠেছে এনসিপির নেতা পরিচয় দানকারী ডিলার ফরহাদ হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার(১৫-সেপ্টম্বর) উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। সরকারের নির্ধারিত মূল্য পরিশোধ করা সত্ত্বেও সঠিক পরিমাণের চাল পাচ্ছে না ভোক্তারা। প্রতি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত কম দেওয়ার অভিযোগ পেয়ে সংবাদ কর্মীরা বিভিন্ন পয়েন্টে যায়। সরেজমিনে পাঠানপাড়ায় ডিলার ফরহাদ হোসেনের পয়েন্টে গেলে এক কেজি করে চাল কম দেওয়ার দৃশ্য চোখে পড়ে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে, চাল নিতে আসা একাধিক ব্যক্তির নানান অভিযোগ শুনতে হয়। ডিলার ফরহাদ হোসেনের বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ এনে ভোক্তারা বলেন, এক থেকে দেড় কেজি চাল কম দিচ্ছে, প্রতিবাদ করলে কার্ড বাতিল হবে। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ভুক্তভোগীর আরো বলেন, প্রশাসন তাদের কথায় চলাফেরা করে এজন্য তাদের বিরুদ্ধে কোন অভিযোগ কাজে লাগবে না, আমরা চাল কম দিবো, কোন করার নেই।
এদিকে ডিলার ফরহাদ হোসেন এনসিপির নেতা পরিচয় দিয়ে বলেন, এল.এসডিতে চাল কম দিয়েছে, কর্তৃপক্ষের সাথে কথা বলেই আমরা কম দিচ্ছি।
উপ-খাদ্য পরিচালক পরিচালক (মীরগঞ্জ) জলঢাকা জিতেন্দ্র নাথ রায় বলেন, ডিলারদের কথা আপনি বিশ্বাস করেন না। আমরা কোন প্রকার চাল কম দেই না।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, পৌরসভার বাইরে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মীরগঞ্জের পাঠানপাড়া বাজারে ডিলার ফরহাদ হোসেন চাল ওজনে কম দিচ্ছে, খবর পেয়ে আমরা আসি এবং অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানা সকলের জন্য সতর্কবার্তা।
ভ্রাম্যমান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় ১৫ কেজি দরে চাল বিতরণের অনিয়ম

আপডেট সময় :

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন পাঠানপাড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির নানান অনিয়মের অভিযোগ উঠেছে এনসিপির নেতা পরিচয় দানকারী ডিলার ফরহাদ হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার(১৫-সেপ্টম্বর) উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। সরকারের নির্ধারিত মূল্য পরিশোধ করা সত্ত্বেও সঠিক পরিমাণের চাল পাচ্ছে না ভোক্তারা। প্রতি কার্ডে এক থেকে দেড় কেজি পর্যন্ত কম দেওয়ার অভিযোগ পেয়ে সংবাদ কর্মীরা বিভিন্ন পয়েন্টে যায়। সরেজমিনে পাঠানপাড়ায় ডিলার ফরহাদ হোসেনের পয়েন্টে গেলে এক কেজি করে চাল কম দেওয়ার দৃশ্য চোখে পড়ে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে, চাল নিতে আসা একাধিক ব্যক্তির নানান অভিযোগ শুনতে হয়। ডিলার ফরহাদ হোসেনের বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ এনে ভোক্তারা বলেন, এক থেকে দেড় কেজি চাল কম দিচ্ছে, প্রতিবাদ করলে কার্ড বাতিল হবে। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ভুক্তভোগীর আরো বলেন, প্রশাসন তাদের কথায় চলাফেরা করে এজন্য তাদের বিরুদ্ধে কোন অভিযোগ কাজে লাগবে না, আমরা চাল কম দিবো, কোন করার নেই।
এদিকে ডিলার ফরহাদ হোসেন এনসিপির নেতা পরিচয় দিয়ে বলেন, এল.এসডিতে চাল কম দিয়েছে, কর্তৃপক্ষের সাথে কথা বলেই আমরা কম দিচ্ছি।
উপ-খাদ্য পরিচালক পরিচালক (মীরগঞ্জ) জলঢাকা জিতেন্দ্র নাথ রায় বলেন, ডিলারদের কথা আপনি বিশ্বাস করেন না। আমরা কোন প্রকার চাল কম দেই না।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, পৌরসভার বাইরে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মীরগঞ্জের পাঠানপাড়া বাজারে ডিলার ফরহাদ হোসেন চাল ওজনে কম দিচ্ছে, খবর পেয়ে আমরা আসি এবং অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানা সকলের জন্য সতর্কবার্তা।
ভ্রাম্যমান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন।