ঝিনাইগাতীতে বিনামূল্যে সার বীজ পাচ্ছেন ৪০০ কৃষক
- আপডেট সময় : ০২:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৭৪২ বার পড়া হয়েছে
শেলপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে সার বীজ পাচ্ছেন ৪০০ কৃষক। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ৫ কেজি এমওপি সার ১০ কেজি এবং ডিএপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। উক্ত বিতরণী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে এ বিতরণের উদ্বোধন করা হয়। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দিচ্ছে সরকার।
ইউএনও মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দিলরুবা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো.আশরাফুল কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ।