টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহত ৪, সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় ইজতেমা করার বিষয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে মাঠ দখল নিয়ে গত ১৮ ডিসেম্বর রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন মুসল্লি নিহত হন। আহত হন প্রায় শতাদিক।
এই ঘটনার দুই দিনের মাথায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা থেকে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার
করা হয়েছে।
তাবলিগ জামাতের সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম জানান, জুবায়ের অনুসারীদের মামলায় উত্তরার নিজ বাসা থেকে আমাদের সাথী মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আমরা মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি। তারা আমাদের ওপর একটি বড় চক্রান্ত করছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। মামলায় মুয়াজ বিন নূরকে পুলিশ গ্রেপ্তার করেছে।