টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট এস.এম ওবায়দুল হক নাসির।তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বিএনপির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেন তার নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে তিনি বলেন,দল আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে ধানের শীষের মনোনয়ন দিয়েছে আমি সেই আস্থা ও বিশ্বাস অবশ্যই রাখবো এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ কে বিজয়ী করব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সারোয়ার জাহান কলি, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















