ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo ১৫ বছরে অন্যায় কাজের জন্য পুলিশ দুঃখিত ও লজ্জিত: আইজিপি Logo রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের Logo সমমনা দলের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক Logo জাতীয় ইমাম পরিষদের পৌর শাখার সভাপতি আশরাফুল-সেক্রেটারি কাদির Logo শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১ Logo আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে :  ড্যাব মহাসচিব Logo বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটররা : অর্থ উপদেষ্টা Logo ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির Logo মেঘনায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৯ Logo বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা

টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারী বর্ষণের পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। অক্টোবর মাসের শুরুতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূণিঝড়ের পূর্বাভাসও ছিলো আবহাওয়া বার্তায়।

মঙ্গলবার থেকেই আকাশের মতিগতি ভালো যাচ্ছিলো না। বুধবার সকাল থেকেই আকাশের মুখ  ভার|   আর সন্ধ্যা ঘনিয়ে আসতেই আকাশ ভেঙ্গে ঝুম বৃষ্টি। প্রায় ঘন্টার টানা ভারী বর্ষণে ঢাকায় দেখা দেয় ভয়ানক জলাবদ্ধতা। অলিগলি ছাপিয়ে পানি ঢুকে পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে।

রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকার রাজপথজুড়ে কোথাও হাটু ভাঙ্গা আবার কোথাও কোমড় সমান পানিতে দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হয়েছে ঘরমুখো মানুষকে।

বুধবার রাতভর ভারী বর্ষণ হয়েছে। সকালেও থেমে থেমে কখনও ভারী আবার কথনও মাঝারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় জলবদ্ধতা দেখা দেয়। গত বুধবার রাতের পানি পুরোপুরি নিস্কাশন না হতেই ফের  বৃহস্পতিবার  সকালের বৃষ্টিতে নগর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

বুধবার সন্ধ্যা থেকেই মুষলধার বৃষ্টি হয়েছে। যা রাতেও অব্যাহত ছিলো। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে বেড়েছে যানজট।

বৃহস্পতিবার সকালে আরামবাগ ও পাশ্ববর্তী রাস্তায় হাটু সমান পানি। যানজট আর জলজটে দুঃসহ সকাল। অফিসগামীদের চরম ভোগান্তি। পথে পথে গাড়ি নষ্ট। লম্বা জ্যাম, পায়ে হেঁটে গন্তব্যে যেতেও নানা ভোগান্তি। ফুটপাতেও পানি। রাস্তায় পানি। হাঁটতেও পারছে না সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে দেখা যায় মালিবাগ, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, নিউ মার্কেট, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিস্কাশনের অব্যবস্থাপনার কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি

আপডেট সময় : ০১:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

 

ভারী বর্ষণের পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। অক্টোবর মাসের শুরুতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূণিঝড়ের পূর্বাভাসও ছিলো আবহাওয়া বার্তায়।

মঙ্গলবার থেকেই আকাশের মতিগতি ভালো যাচ্ছিলো না। বুধবার সকাল থেকেই আকাশের মুখ  ভার|   আর সন্ধ্যা ঘনিয়ে আসতেই আকাশ ভেঙ্গে ঝুম বৃষ্টি। প্রায় ঘন্টার টানা ভারী বর্ষণে ঢাকায় দেখা দেয় ভয়ানক জলাবদ্ধতা। অলিগলি ছাপিয়ে পানি ঢুকে পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে।

রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকার রাজপথজুড়ে কোথাও হাটু ভাঙ্গা আবার কোথাও কোমড় সমান পানিতে দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হয়েছে ঘরমুখো মানুষকে।

বুধবার রাতভর ভারী বর্ষণ হয়েছে। সকালেও থেমে থেমে কখনও ভারী আবার কথনও মাঝারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় জলবদ্ধতা দেখা দেয়। গত বুধবার রাতের পানি পুরোপুরি নিস্কাশন না হতেই ফের  বৃহস্পতিবার  সকালের বৃষ্টিতে নগর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

বুধবার সন্ধ্যা থেকেই মুষলধার বৃষ্টি হয়েছে। যা রাতেও অব্যাহত ছিলো। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে বেড়েছে যানজট।

বৃহস্পতিবার সকালে আরামবাগ ও পাশ্ববর্তী রাস্তায় হাটু সমান পানি। যানজট আর জলজটে দুঃসহ সকাল। অফিসগামীদের চরম ভোগান্তি। পথে পথে গাড়ি নষ্ট। লম্বা জ্যাম, পায়ে হেঁটে গন্তব্যে যেতেও নানা ভোগান্তি। ফুটপাতেও পানি। রাস্তায় পানি। হাঁটতেও পারছে না সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে দেখা যায় মালিবাগ, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, নিউ মার্কেট, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিস্কাশনের অব্যবস্থাপনার কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে।