সংবাদ শিরোনাম ::
টেকনাফে যুবক গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে দুই রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। গত সোমবার বিকেলে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার এলজিডি রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতের নাম আব্দুর রহিম (২৬), পিতা- আব্দুর শুক্কুর, মাতা- নুর বানু। তিনি বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
ঘটনার পর তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ‘অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে টেকনাফ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

















