ঠাকুরগাঁওয়ে ‘সরকার পাড়া সমাজ কল্যাণ পরিষদের’ সাধারণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে সরকার পাড়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) ঐক্য, শান্তি ও প্রগতি এ শ্লোগানের আঙ্গিকে রাত ৯টায় সরকার পাড়া জামে মসজিদে উক্ত সংগঠনের নির্বাচিত সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐক্য আমাদের শক্তি, শান্তি আমাদের ভিত্তি ও প্রগতি আমাদের লক্ষ্য এটাকে সামনে রেখে গত সভায় সর্বসম্মতিক্রমে আলোচনার প্রেক্ষিতে যে কার্যকরী কমিটি গঠিত হয়েছে তা সংগঠনের সাধারণ সম্পাদক আঃ করিম সকলের অবগতির জন্য ঘোষণা করেন।
কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সংগঠন বেগবান করার লক্ষ্যে কয়েকটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহ পদে যুক্ত করা হয়েছে। তারা হলেন,
সহ সভাপতি পদে জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুজ্জামান নুরু, সহ সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম, ইব্রাহিম আলম, রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম শাহ।
এছাড়াও কার্যকরী সদস্য – মোতাহারুল ইসলাম, সোলায়মান আলী, লিয়াকত আলী, মন্তাজুল ইসলাম,কুরবান আলী আলম, পারভেজ, সহিদুল ইসলাম মুন্না প্রমুখ।
সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে অর্থ সংগ্রহ, গঠন তন্ত্র প্রস্তুত করণ, সরকার পাড়া সমাজ কল্যাণ পরিষদ এর নামে সাইনবোর্ড তৈরি, ইসলামী ব্যাংকে সংগঠনের নামে একটি একাউন্ট খোলা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য অন্তর্ভুক্ত করা সহ নানাবিধ আলোচনা এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়।
পরে সভাপতি সকলকে ধন্যবাদ ও সালাম জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।