সংবাদ শিরোনাম ::
ডাকাতিয়া নদীতে কোস্টগার্ডের অভিযান : ৬ কেজি গাঁজা জব্দ
মনির হোসেন :
- আপডেট সময় : ০৫:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের ডাকাতিয়া নদীর মোহনায় কোস্টগার্ডের অভিযানে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা ছবিতে উপস্থিত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় -গণমুক্তি
চাঁদপুরের ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি আভিযানিক দল গতকাল আনুমানিক সকাল ৮টা ৪০ মিনিটে চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন চাঁদপুর হতে শরীয়তপুরগামী একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশীকালে উক্ত ট্রলারে একটি সন্দেহজনক ব্যাগ দৃষ্টিগোচর হয়। অতঃপর ব্যাগটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।