ডাক্তারের চেম্বারের সামনে চিকিৎসার জন্য অপেক্ষারত নবজাতকের মৃত্যু

- আপডেট সময় : ১৭০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসকের চেম্বারে অপেক্ষায় থেকে মায়ের কোলেই এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে মা-মনি হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নবজাতকটির বয়স ছিল তিনদিন। সে উত্তর কলাউজান এলাকার বাসিন্দা মো. সাকিবের ছেলে।
শিশুটির বাবা মো. সাকিব জানান, সকালে স্ত্রী ও নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু চিকিৎসক মো. হেলাল উদ্দিনের কাছে আসেন। চিকিৎসকের জন্য ১৭ নম্বর সিরিয়াল নেন তারা। শিশুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের সঙ্গে দ্রুত দেখা করার জন্য বারবার সহকারীদের অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর মায়ের কোলে শিশুটি মারা যায়।
এ বিষয়ে চিকিৎসক মো. হেলাল উদ্দিন বলেন, বাচ্চাটি জন্মের সময় মাথায় আঘাত পাওয়ায় খিঁচুনির সমস্যায় ভুগছিল। শিশুটির গুরুতর অবস্থা সম্পর্কে সহকারী তাকে জানায়নি। তবে প্রাথমিকভাবে এক সহকারীকে দায়িত্বে অবহেলার কারণে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, শিশুটির অবস্থা দেখে সহকারীরা অভিভাবককে জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারা সেটি শোনেননি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জনান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।