ডামুড্যায় অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) অধীন স্থানীয় পৌরসভার প্রস্তুতি ও করণীয় বিষয় প্রণয়নে অংশীজনের সাথে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) ডামুড্যা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী,পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, আরো উপস্থিত ছিলেন প্রকৌশলি, PNO রেজুয়ানাল অফিসার,
উন্মুক্ত আলোচনা করেন LGCRRP Project Consultant টেইনার শোভন সাহা ও সার্বিক সহযোগিতা ছিলেন LGCRRP project Consultant টেইনার
মোঃ জালাল উদ্দিন ও শাহিনুর রহমান।
এসময় ডামুড্যা পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নয়ন মূলক আলোচনা করা হয় এবং সকল স্টেকহোল্ডার মতামতে আলোকে সকল আপত বিপত (সমস্যা) নিরোসন করার লক্ষে দিন ব্যাপি আলোচনা করা হয়।
পরামর্শ শেষে তিনটি গ্রুপে আলাদা হয়ে টেকসই উন্নয়ন প্রস্তুতি বিষয়ে বেশকিছু পরামর্শ লিপিবদ্ধ প্রতিবেদন জমা দেন।
















