ডামুড্যায় আলোর দিশারী ইসলামী অ্যাকাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় আলোর দিশারী ইসলামী অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা।
এরপর বিকালে একই মাঠে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ একাডেমীর কমিটির সম্মানিত সদস্যদের হাতে পুরস্কার ও বিদায়ী ছাত্র/ছাত্রীদের কে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন রেদোয়ান হাসান। (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা) মোঃ জয়নাল আবেদীন মাদবর এর সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডামুড্যা মহিলা দাখিল মাদ্রাসার সুপার,মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন (ইতালী প্রবাসী) মোঃ হাসান মাদবর।
প্রধান বিচারপতি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল(জেনারেল শিক্ষক বাংলা বাজার উচ্চ বিদ্যালয়) এসময় উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য মোঃ রফিক মাদবর, মোঃ ইয়াকুব আলী বেপারী, সাফাত উল্যা,মামুন চৌধুরী ,সাইফুল ইসলাম মাদবর,সাফায়েত উল্যা,মরিয়ম জামিলা জ্যেতি,মোহাম্মদ আলী মাদবর, মাহাবুর রহমান, মিলন মাদবর এবং আলোর দিশারী একাডেমীর শিক্ষক হাফেজ মো.আবুল খায়ের, শিক্ষিকা, শিরিন, উম্মে সালমা ।