ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড গ্রহণে হংকং যাচ্ছেন রাজউক চেয়ারম্যান Logo ডামুড্যায় উৎসবমুখর প্রচারণায় বিএনপির প্রার্থী নুরুদ্দিন অপু Logo বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি ঢাকার সাত আসনে Logo দিনাজপুরে উপজেলা প্রাণিসম্পদ এর উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ Logo একটি দল নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে : মামুনুল হক Logo নাটোরে ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন Logo টেকনাফে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার Logo মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারী আটক Logo ‘রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে” Logo টেকনাফে ইয়াবাসহ আটক ১

ডামুড্যায় উৎসবমুখর প্রচারণায় বিএনপির প্রার্থী নুরুদ্দিন অপু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ইতোমধ্যে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা, গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ভোটারদের মনোযোগ কেড়ে নিয়েছেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করে জনপ্রিয়তা বাড়াচ্ছেন তিনি। ডামুড্যা থানাধীন মডেরহাট থেকে শুরু করে ইসলামপুর, ধানকাঠিসহ সব এলাকায় রয়েছে তাঁর সরব উপস্থিতি।
প্রয়াত বিএনপি নেতা খোকন বেপারীর মৃত্যুর পর তাঁর পরিবারের খোঁজখবর নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এলাকাবাসীর সঙ্গে এমন মানবিক সংযোগ তাঁর প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
ডামুড্যা উপজেলার কুতুবপুরের ইসলামপুর ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায় ফুলের মালা পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তাঁদের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন অপু। সামাজিক সম্প্রীতি জোরদারে তিনি বলেন, আমরা সমাজে সহানুভূতির বন্ধন তৈরি করতে চাই। আজ থেকে আমরা কেউই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি রাখবো না। তার এই অবস্থান এলাকায় প্রশংসা কুড়িয়েছে। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ৩০ বছর ধরে সম্পর্ক ছিন্ন থাকা দুই হিন্দু পরিবারকে পুনর্মিলন করান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এই ঘটনাটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। কোথাও মাঠে-ঘাটে কৃষকের সঙ্গে কথা বলছেন, কোথাও আবার এলাকার বয়স্কদের খোঁজখবর নিচ্ছেন। তালুকের কান্দি এলাকায় ক্ষেত-খামারের কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সময় জনগণের হাতে নিজে সিঙ্গারা তুলে খাওয়ানোর ঘটনাও ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
ডামুড্যা থানাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও সময় কাটিয়েছেন তিনি। ধানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন, তাঁদের উৎসাহ দেন এবং ভবিষ্যৎ শিক্ষা-স্বপ্ন নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের এমন আন্তরিক মুহূর্ত ভোটারদের মনে তাঁর প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।
একই সঙ্গে একাধিক স্থানে মতবিনিময় সভা করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। মালগাঁও তালুকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো সমাধানে তাঁর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। ধানকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আয়োজিত সভায়ও তিনি অংশ নেন এবং উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও গণতন্ত্র নিয়ে বক্তব্য রাখেন। সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে, শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর কার্যক্রম ততই প্রাণবন্ত হয়ে উঠছে। তাঁর সক্রিয় প্রচারণা ও সামাজিক অংশগ্রহণ এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় উৎসবমুখর প্রচারণায় বিএনপির প্রার্থী নুরুদ্দিন অপু

আপডেট সময় :

শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ইতোমধ্যে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা, গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ভোটারদের মনোযোগ কেড়ে নিয়েছেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করে জনপ্রিয়তা বাড়াচ্ছেন তিনি। ডামুড্যা থানাধীন মডেরহাট থেকে শুরু করে ইসলামপুর, ধানকাঠিসহ সব এলাকায় রয়েছে তাঁর সরব উপস্থিতি।
প্রয়াত বিএনপি নেতা খোকন বেপারীর মৃত্যুর পর তাঁর পরিবারের খোঁজখবর নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এলাকাবাসীর সঙ্গে এমন মানবিক সংযোগ তাঁর প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
ডামুড্যা উপজেলার কুতুবপুরের ইসলামপুর ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায় ফুলের মালা পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তাঁদের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন অপু। সামাজিক সম্প্রীতি জোরদারে তিনি বলেন, আমরা সমাজে সহানুভূতির বন্ধন তৈরি করতে চাই। আজ থেকে আমরা কেউই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি রাখবো না। তার এই অবস্থান এলাকায় প্রশংসা কুড়িয়েছে। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ৩০ বছর ধরে সম্পর্ক ছিন্ন থাকা দুই হিন্দু পরিবারকে পুনর্মিলন করান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এই ঘটনাটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন তিনি। কোথাও মাঠে-ঘাটে কৃষকের সঙ্গে কথা বলছেন, কোথাও আবার এলাকার বয়স্কদের খোঁজখবর নিচ্ছেন। তালুকের কান্দি এলাকায় ক্ষেত-খামারের কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সময় জনগণের হাতে নিজে সিঙ্গারা তুলে খাওয়ানোর ঘটনাও ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
ডামুড্যা থানাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও সময় কাটিয়েছেন তিনি। ধানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন, তাঁদের উৎসাহ দেন এবং ভবিষ্যৎ শিক্ষা-স্বপ্ন নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের এমন আন্তরিক মুহূর্ত ভোটারদের মনে তাঁর প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।
একই সঙ্গে একাধিক স্থানে মতবিনিময় সভা করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। মালগাঁও তালুকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা শোনেন এবং সেগুলো সমাধানে তাঁর প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। ধানকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আয়োজিত সভায়ও তিনি অংশ নেন এবং উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও গণতন্ত্র নিয়ে বক্তব্য রাখেন। সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে, শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর কার্যক্রম ততই প্রাণবন্ত হয়ে উঠছে। তাঁর সক্রিয় প্রচারণা ও সামাজিক অংশগ্রহণ এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।