ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে অর্ধশত গরীব ও অসহায় পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইতালি প্রবাসী মোঃ ফারুক বেপারী।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতি বছরের ন্যায় এই কার্যক্রমে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ৫ লিটার তেল ২ কেজি মুশর ডাল,২ কেজি লবণ দেওয়া হয়।
ইতালি প্রবসী মোঃ ফারুক বেপারী উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মরহুম ইয়াছিন বেপারীর সন্তান। ফারুক জানান,প্রতি বছরের মত আজও অর্ধশতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
তিনি গরীব ও অসহায়দের জন্য সকল প্রবাসী ও দেশের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন : আমার ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমরা আরো খাদ্য সামগ্রী বিতরণ করব।এসময় উপস্থিত ছিলেন উক্ত গ্রামের মোঃ সুমন ঢালী, বিউটি বেগম, তুরান বেপারী,রূদয় ভূইয়া ও সুমাইয়া।