সংবাদ শিরোনাম ::
ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদ্য শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ মে) বেলা ১২ টার সময় ডামুড্যা উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ খান, দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা স্কাউট লিডার মোঃ ফারুক হোসেন।
আলোচনা সভা সঞ্চালনায় করেন ৫৫ নং বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বসির আহম্মেদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



















