ডামুড্যায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর
- আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডামুড্যা অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের ডামুড্যা ও পূর্ব ডামুড্যা সার্ভিস সেল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও চেক হস্তান্তর করেন কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের।
ডিজিএম (উঃ) ডামুড্যা ও পূর্ব ডামুড্যা সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএম(উঃ) ও শরীয়তপুর ১ সার্ভিস সেল ইনচার্জ সৈয়দ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এজিএম (উঃ) ও সার্ভিস সেল ইনচার্জ পূর্ব ডামুড্যা মোঃ বিল্লাল হোসেন, এজিএম (উঃ) ডামুড্যা সার্ভিস সেল নাজমুন নাহার নিটু,বি এম সেলিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস,ফিরুজা বেগম, জেসমিন পারভীন
খুকু মনি প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি মোঃ আবু তাহের বীমা গ্রাহকদের হাতে চেক তূলে দেন।

















