ডিমলায় চারা গাছ ও সবজি বীজ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলায় ২০২৪-২৫ইং কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল ও নারিকেলের চারা এবং সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীঁজ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (২ জুলাই) কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি অফিসার মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান উপজেলা প্রকৌশলী
শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, গণমাধ্যম কর্মী, সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত
থেকে বীঁজ ও চারা গাছ বিতরণ উদ্বোধন করেন। সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ইং কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি করে তাল গাছের চারা ও ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি করে নারিকেল গাছের চারা সারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীজ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।