ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার
- আপডেট সময় : ০৭:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
ঢাকা থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব।
রবিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৮ জানায়, গত শনিবার (৫ অক্টোবর) রাতে র্যাব -৮ ও র্যাব -২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম এলাকা থেকে উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব -৮ জানায়, মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই শিশু জুবায়েরের মা শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে ঢাকার সোয়ারীঘাট এলাকায় যান।
অপহরণকারী হৃদয় শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথাবলে দোকানে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
র্যাব -৮ আরও জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান।থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। এ ঘটনায় গত শনিবার রাতে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অপহৃত শিশুটিকে ফেলে পালিয়ে যায়।