ঢাকায় এনবিআর-আইএমএফ বৈঠক সোমবার

- আপডেট সময় : ০৮:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক দাতা সংস্থার (আইএমএফ) ও এনবিআরের মধ্যেকার ৯ দিনের সিরিজ বৈঠক শুরু করতে যাতে যাচ্ছে সোমবার (৪ মার্চ)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবং আইএমএফ’র এই বৈঠকে আয়কর বিভাগের সক্ষমতা পর্যালোচনাসহ তিন বিষয় গুরুত্ব পাবে।
বৈঠক চলবে ১৪ মার্চ পর্যন্ত। এনবিআর চেয়ারম্যান ও অর্থসচিবের সঙ্গে বৈঠক করবে আইএমএফ।
সূত্রের খবর, আয়কর আদায় বাড়াতে নীতি ও কারিগরি সহায়তার প্রস্তাব দেবে আইএমএফ। রিজার্ভ সংকট কাটাতে দাতা সংস্থা আইএমএফ থেকে প্রায় পৌনে পাঁচ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার।
ঋণের দুটি কিস্তি পাওয়া গেছে। ঋণ দিতে আর্থিকসহ নানা খাত সংস্কারে সুনির্দিষ্ট শর্ত দিয়েছে সংস্থাটি, যার অগ্রগতি নিয়ে বৈঠক করছে আইএমএফ।
ঢাকা আসা আইএমএফের তিন আয়কর বিশেষজ্ঞদের মধ্যে ডেভিড বার, ডেভিড ওয়েন্টওর্থ ও আরবিন্দ মোদী। বৈঠকে রাজস্ব আদায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবে এনবিআর। কোন খাত থেকে আয়কর আদায়ের সম্ভাবনা বেশি, তাও জানাবেন কর্মকর্তারা।
এনবিআর কর্মকর্তারা জানান, সিরিজ বৈঠকে আয়কর আদায় বাড়ানোর নতুন নতুন খাত সম্পর্কে এনবিআরকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনে নীতি ও কারিগরি সহায়তার প্রস্তাব দেবে আইএমএফ।