ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা Logo ডাকসু হল সংসদে মাগুরার জয়জয়কার: ছয় কৃতি মুখে গর্বিত জনপদ Logo ইসলামপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত Logo জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণসভা Logo ঘাটাইলে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo গৌরীপুরে ৩১ দফা বাস্তবায়ন ও দলকে নির্বাচন মুখী করতে বিএনপির আলোচনা সভা Logo গোলাপগঞ্জে শিশু ধর্ষনের মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন Logo ভেদরগঞ্জে জমি বিক্রির বায়না নিয়ে প্রতারণায় পাল্টা পাল্টি অভিযোগ Logo খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকায় স্বল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে অফিসগামী মানুষ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বেশ কয়েক দিন মেঘবিহীন। সঙ্গে প্রচন্ড গরম। বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঢাকা ছিলো বৃষ্টিপাতহীন। ঈদের একদিন আগে ঢাকায় হাল্কা বৃষ্টি হয়। তারপর খরা। কিন্তু বাড়তে থাকে তাপমাত্রা।

বুধবার (২৬জুন) স্বল্প সময়ের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুরের দিকে প্রচন্ড গরম অনুভূত হতে থাকে।

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে বৃষ্টিতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

স্বল্পক্ষণের বৃষ্টিতেই ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ হলে ঢাকায় লম্বা সময়ের জলাজবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

কারণ, ঢাকার সারফেস ড্রেন প্রায় হারিয়ে গেছে। আন্ডার ড্রেন, কালভার্ট ও স্টম স্যুয়ারেজ ড্রেন, স্টর্ম ড্রেন অবকাঠামো অতিরিক্ত বৃষ্টি এবং ভূগর্ভস্থ পানি নিষ্কাশনের জন্য ডিজাইন করা হয়।

ঢাকায় এসব ড্রেনের অনেকটা ভরে গেছে। যে কারণে ভারী বৃষ্টিপাত হলে বৃষ্টির পানি নিষ্কাশনের সক্ষমতা কমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।


বুধবার (২৬ জুন) সকালে আকাশে ছিলো হালকা মেঘ। কয়েকদিন যাবত সকালের দিকে ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকলেও তা ফের কেটে যায়। বুধবার ব্যতিক্রম। এদিন সকালে হঠাৎ ঝুম বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও তাপমাত্রা কিছু কমে আসে।

কোথাও কোথা বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি ঝরেছে হাল্কা। তবে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলোর কোথাও কোথাও হাঁটু পানি জমেছে।

ঢাকার ফকিরাপুল, পুলিশ হাসপাতালের সামনে, ফকিরাপুল বাজারের সামনে, মতিঝিল, আরামবাগ, নটরডেমের সামনে, বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস ইত্যাদি এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়।

বৃষ্টির কারণে ঈদের ছুটির পর স্কুলকলেজ খোলার প্রথম দিনই শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।


বৃষ্টির কারণে রাইড শেয়ারিং তথা মোটরসাইকেল চালক ও আরোহীরাও ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি ভাড়াও বেশি দিতে হচ্ছে। দুই/তিন গুণ বৃষ্টি পায়।

ফার্মগেট থেকে বাবার সঙ্গে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জারিফ। বৃষ্টির কারণে রেইন কোর্ট গায়ে জড়িয়ে রওয়ানা দেয় সে। তার মতো অনেক শিক্ষার্থী স্কুল খোলার প্রথম দিন ভোগান্তিতে পড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় স্বল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে অফিসগামী মানুষ

আপডেট সময় :

 

বেশ কয়েক দিন মেঘবিহীন। সঙ্গে প্রচন্ড গরম। বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঢাকা ছিলো বৃষ্টিপাতহীন। ঈদের একদিন আগে ঢাকায় হাল্কা বৃষ্টি হয়। তারপর খরা। কিন্তু বাড়তে থাকে তাপমাত্রা।

বুধবার (২৬জুন) স্বল্প সময়ের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুরের দিকে প্রচন্ড গরম অনুভূত হতে থাকে।

ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে বৃষ্টিতে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

স্বল্পক্ষণের বৃষ্টিতেই ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ হলে ঢাকায় লম্বা সময়ের জলাজবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

কারণ, ঢাকার সারফেস ড্রেন প্রায় হারিয়ে গেছে। আন্ডার ড্রেন, কালভার্ট ও স্টম স্যুয়ারেজ ড্রেন, স্টর্ম ড্রেন অবকাঠামো অতিরিক্ত বৃষ্টি এবং ভূগর্ভস্থ পানি নিষ্কাশনের জন্য ডিজাইন করা হয়।

ঢাকায় এসব ড্রেনের অনেকটা ভরে গেছে। যে কারণে ভারী বৃষ্টিপাত হলে বৃষ্টির পানি নিষ্কাশনের সক্ষমতা কমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।


বুধবার (২৬ জুন) সকালে আকাশে ছিলো হালকা মেঘ। কয়েকদিন যাবত সকালের দিকে ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকলেও তা ফের কেটে যায়। বুধবার ব্যতিক্রম। এদিন সকালে হঠাৎ ঝুম বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও তাপমাত্রা কিছু কমে আসে।

কোথাও কোথা বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি ঝরেছে হাল্কা। তবে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলোর কোথাও কোথাও হাঁটু পানি জমেছে।

ঢাকার ফকিরাপুল, পুলিশ হাসপাতালের সামনে, ফকিরাপুল বাজারের সামনে, মতিঝিল, আরামবাগ, নটরডেমের সামনে, বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস ইত্যাদি এলাকায় রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়।

বৃষ্টির কারণে ঈদের ছুটির পর স্কুলকলেজ খোলার প্রথম দিনই শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।


বৃষ্টির কারণে রাইড শেয়ারিং তথা মোটরসাইকেল চালক ও আরোহীরাও ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে রিকশা চালকসহ নিম্ন আয়ের মানুষরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে রিকশা ও সিএনজি ভাড়াও বেশি দিতে হচ্ছে। দুই/তিন গুণ বৃষ্টি পায়।

ফার্মগেট থেকে বাবার সঙ্গে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জারিফ। বৃষ্টির কারণে রেইন কোর্ট গায়ে জড়িয়ে রওয়ানা দেয় সে। তার মতো অনেক শিক্ষার্থী স্কুল খোলার প্রথম দিন ভোগান্তিতে পড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।