ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo মোংলাকে শতভাগ রপ্তানিমুখী বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা Logo ফুলপুর পৌরসভার নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা Logo ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা Logo ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo ভালুকায় ৫ শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ Logo মধুখালীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত Logo ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ Logo নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo কেশবপুরে সামাজিক বনায়নের উদ্দেশ্যে ব্র্যাকের গাছ বিতরণ Logo যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তারকাদের কে কোথায় করছেন ঈদ

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ২৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে চলছে নানা আয়োজন। মানুষ কর্মব্যস্ত জীবন ফেলে ছুটেছেন নাড়ির টানে এবং গ্রামের পানে। আবার অনেকে ঢাকাতেই ঈদ করবেন। সাধারন মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ব্যস্ত ঈদ উৎসবে। এবারের ঈদ তারকারা কে কোথায় করবেন, তা নিয়েই আজকের আয়োজন। প্রতিবেদন তৈরি করেছেন বিশেষ প্রতিনিধি হালিম মোহাম্মদ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রতিবার কোরবানি ঈদ ঢাকায় করলেও এবারই প্রথমবারের মতো নানা বাড়ি বরিশালে ঈদ করবেন তিনি। আরটিভিকে তিনি বলেন, ঢাকায় চলে আসার পর কখনও কোরবানি ঈদ ঢাকার বাইরে করা হয়নি। এবারই প্রথম নানা বাড়ি বরিশালে করবো। ২০১৫ সালে যখন কোরবানি ঈদে বাড়ি যাওয়ায়ার জন্য ব্যাগ গোচ্ছা ছিলাম তখন এফডিসির কিছু অসহায় শিল্পীর ঈদ নিয়ে একটি প্রতিবেদন দেখে তখন থেকেই নিয়োমিত এফডিসিতেই কোরবানি দিয়ে আসছি। তবে মাঝে আমার বাচ্চা ও এফডিসির নানা রাজনীতির কারণে এফডিসিতে কোরবানি দেয়া হচ্ছে না। নানু ভাই যেহেতু এখন আমাদের মাঝে নেই আর বরিশালে যেহেতু সবাই আছে তাই সেখানেই এবার বাচ্চাদের নিয়ে সবার সঙ্গে ঈদ করবো।
মিশা সওদাগর
ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা এবার ঈদ করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি তার পায়ের লিগামেন্টের অপারেশন হওয়ায় পরিবারের সঙ্গে দেশের বাইরেই এবারের ঈদ করবেন তিনি। রুনা খান এবারের ঈদে লম্বা ছুটি থাকায় পরিবার নিয়ে ঢাকার বাইরেই ঈদ করবেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান।
সজল
নতুন ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকলেও ঈদ ঢাকাতেই করবেন মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। তিনি বলেন, নতুন ছবির শুটিং নিয়ে ঢাকার বাইরে আছি। ইতোমধ্যে বাসা থেকে বাবা কল দিচ্ছে। আশাকরি ঢাকায় ঢুকেই বাবাকে নিয়ে হাটে গিয়ে গরু কিনবো। আমার বাবার আবার লাল রঙের গরু পছন্দ। এখন দেখা যাক হাটে গিয়ে পছদের রঙের গরু পাই কিনা।
বাঁধন
এবারের ঈদ ঢাকাতেই করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথমবারের মতো ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। তাই ঈদের দিন থেকেই হল ভিজিটে ব্যাস্ত থাকবেন এই অভিনেত্রী।
জায়েদ খান
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান এবার ঈদ করেছেন আমেরিকায়। আরটিভিকে তিনি বলেন, আসলে সেভাবে তেমন কোন পরিকল্পা নেই ঈদ ঘিরে। আমেরিকায় কাছের কিছু মানুষ আছে তাদের সঙ্গেই ঈদ কাটবে।
রাশেদ মামুন অপু
এবার কোরবানির ঈদ নিজ শহর রাজশাহীতেই করছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
দিঘী ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা দিঘী কিছুদিন আগে আমেরিকায় অবস্থান করলেও ঈদ করছেন ঢাকাতেই। ইতোমধ্যে নিজের দেশের জন্য আমেরিকা থেকে উড়াল দিয়েছেন তিনি। এছাড়া দ্বিতীয় সাড়ির কিছু সেলিব্রেটি রয়েছেন। তারা নির্দ্দিষ্ট ভাবে বলতে পারছেন না। কোথায় তারা ঈদ উদযাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারকাদের কে কোথায় করছেন ঈদ

আপডেট সময় :

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে চলছে নানা আয়োজন। মানুষ কর্মব্যস্ত জীবন ফেলে ছুটেছেন নাড়ির টানে এবং গ্রামের পানে। আবার অনেকে ঢাকাতেই ঈদ করবেন। সাধারন মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ব্যস্ত ঈদ উৎসবে। এবারের ঈদ তারকারা কে কোথায় করবেন, তা নিয়েই আজকের আয়োজন। প্রতিবেদন তৈরি করেছেন বিশেষ প্রতিনিধি হালিম মোহাম্মদ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রতিবার কোরবানি ঈদ ঢাকায় করলেও এবারই প্রথমবারের মতো নানা বাড়ি বরিশালে ঈদ করবেন তিনি। আরটিভিকে তিনি বলেন, ঢাকায় চলে আসার পর কখনও কোরবানি ঈদ ঢাকার বাইরে করা হয়নি। এবারই প্রথম নানা বাড়ি বরিশালে করবো। ২০১৫ সালে যখন কোরবানি ঈদে বাড়ি যাওয়ায়ার জন্য ব্যাগ গোচ্ছা ছিলাম তখন এফডিসির কিছু অসহায় শিল্পীর ঈদ নিয়ে একটি প্রতিবেদন দেখে তখন থেকেই নিয়োমিত এফডিসিতেই কোরবানি দিয়ে আসছি। তবে মাঝে আমার বাচ্চা ও এফডিসির নানা রাজনীতির কারণে এফডিসিতে কোরবানি দেয়া হচ্ছে না। নানু ভাই যেহেতু এখন আমাদের মাঝে নেই আর বরিশালে যেহেতু সবাই আছে তাই সেখানেই এবার বাচ্চাদের নিয়ে সবার সঙ্গে ঈদ করবো।
মিশা সওদাগর
ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা এবার ঈদ করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি তার পায়ের লিগামেন্টের অপারেশন হওয়ায় পরিবারের সঙ্গে দেশের বাইরেই এবারের ঈদ করবেন তিনি। রুনা খান এবারের ঈদে লম্বা ছুটি থাকায় পরিবার নিয়ে ঢাকার বাইরেই ঈদ করবেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান।
সজল
নতুন ছবির শুটিংয়ে ঢাকার বাইরে থাকলেও ঈদ ঢাকাতেই করবেন মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। তিনি বলেন, নতুন ছবির শুটিং নিয়ে ঢাকার বাইরে আছি। ইতোমধ্যে বাসা থেকে বাবা কল দিচ্ছে। আশাকরি ঢাকায় ঢুকেই বাবাকে নিয়ে হাটে গিয়ে গরু কিনবো। আমার বাবার আবার লাল রঙের গরু পছন্দ। এখন দেখা যাক হাটে গিয়ে পছদের রঙের গরু পাই কিনা।
বাঁধন
এবারের ঈদ ঢাকাতেই করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথমবারের মতো ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। তাই ঈদের দিন থেকেই হল ভিজিটে ব্যাস্ত থাকবেন এই অভিনেত্রী।
জায়েদ খান
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান এবার ঈদ করেছেন আমেরিকায়। আরটিভিকে তিনি বলেন, আসলে সেভাবে তেমন কোন পরিকল্পা নেই ঈদ ঘিরে। আমেরিকায় কাছের কিছু মানুষ আছে তাদের সঙ্গেই ঈদ কাটবে।
রাশেদ মামুন অপু
এবার কোরবানির ঈদ নিজ শহর রাজশাহীতেই করছেন অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
দিঘী ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা দিঘী কিছুদিন আগে আমেরিকায় অবস্থান করলেও ঈদ করছেন ঢাকাতেই। ইতোমধ্যে নিজের দেশের জন্য আমেরিকা থেকে উড়াল দিয়েছেন তিনি। এছাড়া দ্বিতীয় সাড়ির কিছু সেলিব্রেটি রয়েছেন। তারা নির্দ্দিষ্ট ভাবে বলতে পারছেন না। কোথায় তারা ঈদ উদযাপন করছেন।