তারাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশনে জুলুস র্যালি আয়োজন

- আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
জানা গেছে ময়মনসিংহের তারাকান্দায় মোহাম্মদ ছামিদুল ইসলাম সবুজ রেজভী
সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাআত ময়মনসিংহ জেলা তার নেতৃত্বে রেজভীয়া দরবার শরীফ কমিটি ও মাইজ ভান্ডারী দরবার শরীফ এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত ময়মনসিংহ জেলা শাখার উদ্দ্যোগে প্রতি বৎসরের ন্যায় আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ, ১২ই রবিউল আওয়াল – ১৪৪৭ হিজরী, রোজ: শনিবার, সকাল-১০.০০ ঘটিকার সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উদযাপন উপলক্ষ্যে জসনে জুলুস কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রেল গেইট সংলগ্ন হইতে শুরু হয়ে পিকআপ ভ্যান, মটর সাইকেল, হাইয়েস – প্রাইভেটকার যোগে ময়মনসিংহ ব্রীজ ট্রাফিক মোড় হয়ে পুনরায় শম্ভুগঞ্জ হয়ে তারাকান্দা উপজেলা চৌধুরী অটো রাইস মিল মাঠে আলোচনা মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হইবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওরাচ্যেল্লাম উদ্যাপন উপলক্ষ্যে জসনে জুলুস র্যালিতে যোগদানের জন্য আহব্বান জানিয়েছেন মোহাম্মদ ছামিদুল ইসলাম সবুজ রেজভী
সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাআত ময়মনসিংহ জেলা।