ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তারাকান্দায় বাজারে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি সাধন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার মালামালের অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বাজারের মধ্য অংশে ধোঁয়া দেখা যায়। পরে দেখা যায়, পাল জুয়েলার্স ও পাশের তিনটি মুদি দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। স্থানীয়রা প্রথমে পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মৃদুল কান্তি পাল (৪৬) বলেন, আমার ‘মেডিসিন কর্নার’ নামের দোকানটিতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ঔষধ মজুদ ছিল। সবকিছু পুড়ে গেছে—একটি ট্যাবলেটও অবশিষ্ট নেই।
অন্যদিকে মনোহারী ব্যবসায়ী মোহাম্মদ কামাল মিয়া (৪৫) জানান, আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার পণ্য ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে গেছে। কিছুই বাঁচানো যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারের নাজিম উদ্দিনের দোকানে গ্যাস লাইটারে রিফিলিং করার সময় অসাবধানতা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পেছনের একটি গুদামেও আগুন ধরে প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় বাজারে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি সাধন

আপডেট সময় :

ময়মনসিংহের তারাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার মালামালের অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বাজারের মধ্য অংশে ধোঁয়া দেখা যায়। পরে দেখা যায়, পাল জুয়েলার্স ও পাশের তিনটি মুদি দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। স্থানীয়রা প্রথমে পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মৃদুল কান্তি পাল (৪৬) বলেন, আমার ‘মেডিসিন কর্নার’ নামের দোকানটিতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ঔষধ মজুদ ছিল। সবকিছু পুড়ে গেছে—একটি ট্যাবলেটও অবশিষ্ট নেই।
অন্যদিকে মনোহারী ব্যবসায়ী মোহাম্মদ কামাল মিয়া (৪৫) জানান, আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার পণ্য ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে গেছে। কিছুই বাঁচানো যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারের নাজিম উদ্দিনের দোকানে গ্যাস লাইটারে রিফিলিং করার সময় অসাবধানতা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পেছনের একটি গুদামেও আগুন ধরে প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের সক্ষম হয়।