ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম ::

তারাকান্দায় বিকল্প সড়ক ভেঙ্গে  যান চলাচল বন্ধ. হাজারো মানুষের দূর্ভোগ

আলমগীর হোসেন, তারাকান্দা
  • আপডেট সময় : ১৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের তারাকান্দায়  ধলাই নদীতে বিকল্প সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।  হাজারো মানুষ দূর্ভোগ পোহাচ্ছে জানা গেছে,উপজেলার কাকনি – রাজদারিকেল সড়কের চংনাপাড়া বাজার সংলগ্ন ধলাই নদীতে  ব্রিজ নির্মাণ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান যান চলাচল ও মানুষের দুর্ভোগ লাঘবে মাটি দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করে। গত ক’দিনের ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়া ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে বিকল্প সড়কের মাটির বাঁধ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  ফলে উপজেলা কামরগাও ইউনিয়নের সাথে  উপজেলা সদরে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় শিক্ষক আশরাফ তুষার, মিরাজ উদ্দিন ও স্থানীয় সাংবাদিক জিয়াউল হক নোমান জানান, উজান থেকে নেমে আসা প্রানির স্রোতে  বিকল্প সড়ক ভেঙ্গে ইউনিয়নের সাথে উপজেলার সদরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় কামারিয়া ইউনিয়নের  মৎস চাষীরা গৌরীপুর উপজেলার মনাটি হয়ে  ভারী যানবাহন যোগে মাছ ও মাছের খাদ্য পরিবহন করছে।অতিরিক্ত সড়ক ঘুরে মালামাল পরিবহন করতে  বেশি খরচ হচ্ছে।সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউ)এনও) জাকির হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছে।ইউনিয়নের মানুষের যাতায়তের সুবিধার্থে  কাঠের পাঠাতন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় বিকল্প সড়ক ভেঙ্গে  যান চলাচল বন্ধ. হাজারো মানুষের দূর্ভোগ

আপডেট সময় :
ময়মনসিংহের তারাকান্দায়  ধলাই নদীতে বিকল্প সড়ক ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে।  হাজারো মানুষ দূর্ভোগ পোহাচ্ছে জানা গেছে,উপজেলার কাকনি – রাজদারিকেল সড়কের চংনাপাড়া বাজার সংলগ্ন ধলাই নদীতে  ব্রিজ নির্মাণ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান যান চলাচল ও মানুষের দুর্ভোগ লাঘবে মাটি দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করে। গত ক’দিনের ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়া ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে বিকল্প সড়কের মাটির বাঁধ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  ফলে উপজেলা কামরগাও ইউনিয়নের সাথে  উপজেলা সদরে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় শিক্ষক আশরাফ তুষার, মিরাজ উদ্দিন ও স্থানীয় সাংবাদিক জিয়াউল হক নোমান জানান, উজান থেকে নেমে আসা প্রানির স্রোতে  বিকল্প সড়ক ভেঙ্গে ইউনিয়নের সাথে উপজেলার সদরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় কামারিয়া ইউনিয়নের  মৎস চাষীরা গৌরীপুর উপজেলার মনাটি হয়ে  ভারী যানবাহন যোগে মাছ ও মাছের খাদ্য পরিবহন করছে।অতিরিক্ত সড়ক ঘুরে মালামাল পরিবহন করতে  বেশি খরচ হচ্ছে।সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউ)এনও) জাকির হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছে।ইউনিয়নের মানুষের যাতায়তের সুবিধার্থে  কাঠের পাঠাতন দেয়া হয়েছে।