তারাকান্দায় মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে গতকাল রােববার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের উদ্যোগে তারাকান্দা উপজেলা বিসকা ইউনিয়নের সোয়াই নদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিবের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব তালুকদার,বিসকা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মজিবর রহমান ও সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবীদল ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।