তালায় ইমামকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত
- আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা মুড়াগাছা শাহপুর গ্রামের মাদ্রাসায় ঢুকে শরিফুল ইসলাম গাজী (৪০) নামের এক শিক্ষক কে কুপিয়ে হত্যার পর স্থানীয় জনতা ঘাতক রাজু (৩৫) কে পিটিয়ে হত্যার ঘটনার খবর পাওয়া গেছে।
নিহত শরিফুল শাহপুর গ্রামের মাওঃ আলিমুদ্দিন গাজীর ছেলে। তিনি শাহপুর হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতি করতেন। ঘাতক রাজু একই এলাকার মোস্তফা গাজীর ছেলে। এলাকাবাসী জানায়, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুরে খাওয়া দাওয়া সেরে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার চিহ্নিত মাদক সেবী ও মানষিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভিতরেই পিছন দিক থেকে গাছ কাঁটা দা দিয়ে কোপ দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়।
খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজু একজন নেশাখোর, মাদকের নেশা করতে করতে সে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
তালা থানা অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা টি ঘটেছে, গত রবিবার বিকেল ৩টায় শাহপুর হাফিজিয়া মাদ্রাসায়।
















