দাগনভূঞার দেয়ালে রক্তাক্ত জুলাইয়ের গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
দাগনভূঞার দেয়ালে দেয়ালে জুলাই দিবস উপলক্ষে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকালে শহরের ফাজিলের ঘাট রোডস্থ খাদ্য গুদামের দেয়ালে উপজেলা প্রশাসনের এই প্রতিযোগিতা পালিত হয়।
দেয়ালগুলোতে আঁকাছে ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা চিত্র। এতে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল, দাগনভূঞা একাডেমী, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়, সিলোনীয়া হাইস্কুল, দুধমুখা উচ্চ বিদ্যালয়, রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়, সাপুয়া উচ্চ বিদ্যালয়, করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সরেজমিন দেখা গেছে, পৌর শহরের ফাজিলের ঘাট রোডস্থ খাদ্য গুদামের দেয়ালে শিক্ষার্থীরা রং তুলি নিয়ে গ্রাফিতি আঁকায় মেতেছেন। এতে শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন। এর পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগান লিখে সাজিয়ে তুলছে দেয়ালগুলো। দেখা যায়, রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে অন্যায়-অবিচার, দুর্নীতি, বৈষম্যহীনতার বিরোধ চিত্র। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেয়ালে ফুটিয়ে তুলছে দেশের মানচিত্র আর লাল সবুজের পতাকাকে।
সিলোনীয়া হাইস্কুলের শিক্ষার্থী শারকিনাল ইসলাম বলেন, ‘আমাদের শহরটাকে আমরা আমাদের মতো করে সাজাব। শহরের প্রতিটি দেয়াল আমরা রঙিন করে সাজাতে চাই। তাই নতুন বাংলাদেশের স্লোগান লিখছি।’
উপজেলা নিবার্হী অফিসার স.ম. আজহারুল ইসলাম দৈনিক আমাদের সময়কে বলেন, ‘শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে যাবে, এটিকে জাগ্রত রাখার জন্যই সরকারের এই উদ্যোগ।’
















