দুর্গাপূজায় মাদ্রাসাছাত্ররা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে
- আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের সম্প্রীতির নজির দুনিয়া জোড়া। ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বেশি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন হয়ে থাকে বাংলাদেশে। এবারে দুর্গাপূজার অনুদান আগের তুলনায় ১ কোটি বাড়িয়ে ৪ কোটি টাকা করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। দেশজুড়ে ৩২ হাজার ৬৬৬ মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এরমধ্যে ঢাকার দুই সিটিতে ২০৫টি মন্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে স্বাচ্ছন্দে উদযাপন এবং নির্বিঘ্ন করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন নিশ্চিত করেছেন।
উপদেষ্টা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন, পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছেন। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে।
বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, সবগুলো মন্ডবের হিসাব আসতে আরও দু’দিন সময় লাগবে।
সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে দুর্গাপূজার আগে দুই থেকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই চার কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু আমাদের লোক যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামন্ডপ করেন। যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। ওপারের লোক যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।